Post
Topic
Board Other languages/locations
Merits 3 from 2 users
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 29/06/2023, 01:04:01 UTC
⭐ Merited by Crypto Library (2) ,LDL (1)
Grin ভাই আসলে আমার খেয়াল ছিলনা আজকে ২৮ তারিখ তবে আমার ভুল হয়ে গেছে সারাদিন গরুর হাটে দৌড়াদৌড়ি করে মাথাটা পুরাই পাগলের মত হয়ে গেছে তাই একটু একটু ভুল হচ্ছে  Grin Grin
তবে ভাই আমি কুমিল্লা অথবা নোয়াখালীর বাসিন্দা নই এই কথাটা বলে পুরাই আমাকে বাংলাদেশ থেকে ছুড়ে ফেলে দিয়ে অন্য একটি রাষ্ট্রে ফেলে দিলেন  Grin
তবে কুমিল্লা এবং নোয়াখালী হয়তো তারা আমাদের এই দেশের বাহিরের কোন দেশ হবে  Grin তাই তারা সৌদি আরবের সাথে মিলিয়ে ঈদ উদযাপন করে Grin তবুও তাদেরকে ঈদের শুভেচ্ছা।
এই ঈদুল আযহার উপলক্ষে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা অবিরাম সেই সাথে সকলের জন্য কোরবানির দাওয়াত রইলো।
ঈদ মোবারক

সবার প্রথমে বলতে চাই, নোয়াখালী বিভাগ চাই!  Cool
যাই হোক, যদিও আমরা এগুলো নিয়ে মজা করে থাকি, তবে নোয়াখালীর মানুষজন এগুলো কে অনেক সিরিয়াসলি দেখে থাকেন। যদি কেউ অই অঞ্চলের হয়ে থাকেন, মনে কষ্ট নিবেন না। আমরা শুধুমাত্র মজার ছলেই এগুলো বলে থাকি।

সবাইকে আমার পক্ষ থেকে  ঈদুল আযহার শুভেচ্ছা।  দোয়া রইল সবার জন্য  যেন জীবনের  উপর দিয়ে যাওয়া ঝড় ঝাপটা গুলো হালকা হয়ে উড়ে যায়। ঈদের দাওয়াত আর চাইলামও না দিলাম না  কারণ অ্যানিনিউমাস  থাকাটাই ভালো।
ঈদ মোবারক সবাইকে।
ভাই আপনকেও ঈদের শুভেচ্ছা। আশা করি ঈদের দিনের উসিলায় সকলেই সকল ভেদাভেদ ভুলে অন্যকে ক্ষমা করে নিজে ক্ষমা চেয়ে নিজেদের মনের অহংকার কোরবানী করে সুন্দর ভবিষ্যতের জন্য এগিয়ে যাবো।

এরি ফাকে ছোট একটা  প্রশ্ন জিজ্ঞাসা করে নিতে চাই, যে Sign করা message  চেক করার ক্ষেত্রে কি ওই প্লাটফর্মি ব্যবহার করতে হয়,  যে প্ল্যাটফর্ম দ্বারা মেসেজটি Sign  করা হয়েছে? আমি কয়েকটা মেসেজ ভেরিফিকেশন করতে গিয়ে   ভেরিফিকেশন করতে পারলাম না,নাকি আমি নিজেই  সঠিক পদ্ধতি ,  বা কোন ভুল করতেছি এর জন্য  হয়নি  এটাও বুঝতেছিনা, পাশাপাশি মেসেজ ভেরিফিকেশন করার জন্য ভালো কোন ওয়েবসাইট  সাজেশন চাচ্ছি ?
ইলেক্ট্রামে সাইন করা মেসেজ ইলেক্ট্রামে চেক করা যায়। আমি কখনো চেক করি নাই। তবে আপনার কথা শোনার পর সার্চ করে একটা ওয়েবসাইট পেয়েছি যেটার নাম https://www.verifybitcoinmessage.com/ এখানে আপনি মেসেজ ভেরিফাই করতে পারবেন যদি মেসেজটি bech32 address থেকে সাইন করা হয়ে থাকে। তবে মাল্টি সিগনেচার ওয়ালেট হলে বা টাইমলক ওয়ালেট হলে এই ওয়েবসাইট কাজ করবে না। আমি একটা মেসেজ ভেরিফাই করার চেষ্টা করেছি, ভুল মেসেজ দিয়েও দেখেছি