Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
BD Crypto
on 02/07/2023, 07:02:50 UTC

5. BD Crypto [23]
সত্যিই অনেক ভালো লাগছে প্রথমবারের মতো নিজেকে সেরা ১০ জন পোস্ট দাতাদের মধ্যে একজন হওয়ায়। আমরা নতুন অনেকেই লোকাল থ্রেডে যেমন একটিভ হচ্ছে তেমনি আমার অনেক সিনিয়র ভাইদের ও মিস করছি তারা লিস্টে থাকলে আরো ভাল লাগত। তাদের মধ্যে একজন LDL ভাই কারণ লোকাল বোর্ডকে সবসময় উজ্জীবিত রাখতে উনার অবদান ছিল। আমি নতুন দের পাশাপাশি সিনিয়রদেরও লিস্টে দেখতে চাই দরকার পড়লে ১০ জনের স্থানে ২০ জনের লিস্ট হবে।

আজকে সকালে দেখলাম আমারো ২৫০ মেরিট হয়ে গেছে। এখন শুধু একটিভিটি বাড়ার অপেক্ষা।
আপনার তুলনা আপনি নিজেই এবং আপনি এটার যোগ্য। আপনি যেভাবে লোকাল বোর্ডে অবদান রাখছেন পাশাপাশি অন্যদের মূল্যায়ন করছেন, সফলতা আপনাকে ধরা না দিয়ে যাবে কোথায়। সিনিয়র মেম্বার রেঙ্ক অর্জনের অগ্রিম শুভেচ্ছা রইল ভাই। আরো অনেক দূর এগিয়ে যাবেন এটা শুধু সময়ের ব্যাপার ইনশাল্লাহ।

meme বানানোর জন্য কোন apps ভালো হবে কেউ যদি একটু সাজেশন দিতেন।
আপনি সবচেয়ে জনপ্রিয় অ্যাপ Meme Generator ব্যবহার করতে পারেন। এখানে আপনি বিভিন্ন ধরনের কালেকশন পাবেন এবং সুন্দর meme তৈরি করতে পারবেন। প্লে স্টোর লিংক: https://play.google.com/store/apps/details?id=com.zombodroid.MemeGenerator

আবার Meme তৈরি সম্পর্কে আইডিয়া পেতে ও Meme তৈরি করতে Memasik - Meme Maker অ্যাপটি ব্যবহার করতে পারেন। এটা একটি Meme শেয়ারিং অ্যাপও তাই এখান থেকে সহজে আইডিয়া নিতে পারবেন। প্লে স্টোর লিংক: https://play.google.com/store/apps/details?id=com.nick.memasik