Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 02/07/2023, 19:17:12 UTC
@Crypto Library ভাই যদি কিছু মনে না করেন আপনাকে আরও একটু কষ্ট করতে বলি , যদি আরও একটা চার্ট তৈরি করতেন, এক মাসে কে কয়টা মেরিট রিসিভ করলো কে কয়টা সেন্ড করলো। আমি হয়তো পাকিস্তান বোর্ডে গিয়ে এই রকম দেখছিলাম। ভাই আশা করছি আপনার কাছে থেকে আগামী মাসে ওই রকম মেরিট কে কয়টা সেন্ড বা রিসিভ করলো সেই চার্ট দেখতে পাবো। ধন্যবাদ ভাই আপনাকে। Cheesy
ব্রাদার এখানে কিছু মনে করার মত কিছুই নেই,  বরং আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার সাজেশন এর জন্য আমি অলরেডি সকালে বিষয়টি নিয়ে এক্সপ্লোর করেছি, পাকিস্তান বোর্ডের  পোস্টটিও দেখা হয়েছে ।।আপাতত একটু ব্যস্ততা থাকার কারণে  আর এর মধ্যে হাত দিতে চাচ্ছি না, ইনশাআল্লাহ সামনের মাস থেকে  আপনার সাজেশন অনুযায়ী এটি এড করার চেষ্টা করব। আর আপনাকেও অভিনন্দন যে এ মাসে তৃতীয় অবস্থান অর্জন করতে সক্ষম হয়েছেন আমি সবারই  উদ্দেশ্যে  বলতে চাই  সাজেশন দিতে চাইলে অবশ্যই দিবেন মনে কোন দ্বিধাবোধ রাখবেন না।  Cheesy

আপনাকেও অনেক ধন্যবাদ ভাই। আমি ভাই এতোটাও রেস্পেক্ট পাওয়ার যোগ্য না যতোটা আপনারা করছেন। আপনাদের সকলের সাহায্য ছাড়া কোনো ভাবেই এখানে আসা সম্ভব হতো না। আপনারা ছিলেন বলেই আমিও আছি।
আপনি ভুল করে LDL ভাইকে কোট করেছেন আগের পোস্ট এ  Tongue
ধুর মিয়া ঠিকই তো ছিল -_- ,   আপনি মনে করছেন BD Crypto  পোস্ট  দেখে রিপ্লাইটি দিয়েছে  আসলে না  দুজনের প্রায় সেম সেমি ছিল হুদাই কাটাকাটি করলাম -_-