Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 02/07/2023, 14:24:47 UTC
⭐ Merited by LDL (1)
[quote author=2Pizza410000BTC link=topic=631891.msg62491007#msg62491007
Learn Bitcoin ভাইয়ের ২৫০ টি মেরিট পূর্ণ হয়েছে এজন্য জানাই অনেক অনেক শুভেচ্ছা। ফোরামের নির্ধারিত ২৫০ এক্টিভিটি না হওয়া পর্যন্ত ভাইজানকে অপেক্ষা করতে হবে। তবে আমার পক্ষ থেকে ভাইজানকে অগ্রিম সিনিয়র মেম্বার হওয়ার শুভেচ্ছা রইল।[/quote]  আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। একটিভিটির চাইতে মেরিট বেশি থাকা যেমন একটা বোরিং ব্যাপার, তার থেকে মেরিট বেশি থাকাটা একটু সম্মানের ও ধরা যায়। আমরা প্রথম দিকে কিন্তু তেমন মেরিট পাই না। অনেক সময় খেয়াল করবেন যে নতুন ইউজার রা ভালো পোস্ট করলেও মেরিট পায় না। আবার অনেক হাই রেংক মেম্বার এমনিতেই মেরিট পায়। আমি নিজেকে নতুন ই মনে করি। শিখার তো আসলে শেষ নাই।

Quote
meme বানানোর জন্য কোন apps ভালো হবে কেউ যদি একটু সাজেশন দিতেন।
আপনি চাইলে https://imgflip.com/memegenerator ওয়েবসাইটটি ব্যাবহার করতে পারেন। এখানে অলরেডি ট্যাম্পলেট বানানো আছে। আপনি শুধু টেক্সট গুলো চেঞ্জ করে দিয়ে ছবি সেভ করে নিবেন।

ঈদের খুশি যেতে না যেতেই, আমরা আরো একটি খুশির সংবাদ পেলাম। আপনি ভাই অলরেডি Sr.Member হওয়ার ২৫১ টি মেধা  অর্জন করে ফেলেছেন। অ্যাক্টিভিটি ২৪০ হলে আপনি sr.member হয়ে যাবেন। আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা।
আপনাকেও ধন্যবাদ ভাই। আরো ৩০ একটিভিটি দরকার যেটার জন্য দেড় মাস অপেক্ষা করতে হবে।

আপনার তুলনা আপনি নিজেই এবং আপনি এটার যোগ্য। আপনি যেভাবে লোকাল বোর্ডের পাশাপাশি সবগুলো বোর্ডে অবদান রাখছেন এবং অন্যদের মূল্যায়ন করছেন , সফলতা আপনাকে ধরা না দিয়ে যাবে কোথায়। সিনিয়র মেম্বার রেঙ্ক অর্জনের অগ্রিম শুভেচ্ছা রইল ভাই। আরো অনেক দূর এগিয়ে যাবেন এটা শুধু সময়ের ব্যাপার ইনশাল্লাহ।
আপনাকেও ধন্যবাদ ভাই। জানি না ফোরামে ইন্টারেস্ট কতোদিন থাকবে। তবে আমি যেসব বোর্ড গুলাতে পোস্ট করতে ভালো লাগে, সেখানেই পোস্ট করে থাকি। আমি মেরিট পাবো কি না তা ভাবি না। তবে মেরিট পেতে সবারই ভালো লাগে। আমারো লাগে।

@Learn Bitcoin ভাই অনেক জিনিয়াস তাই ইতোমধ্যে আমরা তার থেকে প্রমাণ পেয়েছি এবং আমরা তাকে ভবিষ্যতে বড় একটি পর্যায়ে দেখতে চাই। তার পোস্টে সর্বদা নতুনত্ব এবং ইউনিক ইনফরমেশন দেখতে পাওয়া যায়। সে এমন একটি ইউনিক পন্থায় এখানে এক্টিভ থাকে যা আমার কাছে খুবই ভালো লাগছে। সে প্রতিদিন একটি করে পোস্ট করলে ৩০ দিনে প্রায় ৩০ টি পোস্ট হয়ে যায় এবং কোন একদিন যদি একটি বা দুইটি পোস্ট বেশি হয় তাহলে সে অবশ্যই পোস্ট সংখ্যা 35 প্লাস হয়ে যাবে যা একজন অ্যাক্টিভ মেম্বারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আমি তার ইউনিক আইডিয়ার প্রতি সম্মান দেখাচ্ছি। পরিশেষে তাকে এডভান্স সিনিয়র মেম্বার হওয়ার শুভেচ্ছা বিনিময় করছি।
ভাই আপনাকেও ধন্যবাদ!  কিন্তু আমার মনে হচ্ছে আমাকে আপনারা একটু বেশিই সম্মান দেখাচ্ছেন 😁। আমি কিন্তু এতোটাও জিনিয়াস না। আর আমাদের থ্রেড এর টপ কন্ট্রিবিউটর এর মধ্যে কিন্তু আপনিও একজন। অনেক সময় ইনফরমেটিভ পোস্ট করার আইডিয়া না পেলেও চেস্টা করি পোস্ট গুলো পরে সেগুলোর উত্তর দিতে। এতে করে প্রতিদিন একটি পোস্ট করা যায়।

এইসব জিনিয়াস  আইডিয়া  উইথ কার্যকর  করা  আপনার কাছ থেকে থাকতো আর কার কাছ থেকে থাকবে।  অলরেডি একজন  পোটেনশিয়াল  সিনিয়র মেম্বার হয়ে গিয়েছেন আপনি।  নতুন অবস্থায় মাত্র  ১২০ দিনে  ২৪৭ টা  মেরিট  রয়েছে আপনার,  ধরতে গেলে  ১২০ দিনের  আশেপাশেই আপনি আপনার একাউন্ট কে সিনিয়র মেম্বার  হওয়ার জন্য প্রস্তুত করে ফেলেছেন  এখন  জাস্ট সময়ের দরকার   অ্যাক্টিভিটি গুলো বাড়ানোর জন্য।
এই অসাধারণ  অ্যাপ্রচ  এবং অ্যাচিভমেন্ট এর জন্য আপনাকে  আমি অভিনন্দন জানাচ্ছি।   আগামী দিনগুলোর জন্য ভালোবাসা এবং শুভেচ্ছা নিবেন। Wink
  আপনাকেও অনেক ধন্যবাদ ভাই। আমি ভাই এতোটাও রেস্পেক্ট পাওয়ার যোগ্য না যতোটা আপনারা করছেন। আপনাদের সকলের সাহায্য ছাড়া কোনো ভাবেই এখানে আসা সম্ভব হতো না। আপনারা ছিলেন বলেই আমিও আছি।

আপনি ভুল করে LDL ভাইকে কোট করেছেন আগের পোস্ট এ  Tongue