Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 03/07/2023, 02:09:56 UTC
ধুর মিয়া ঠিকই তো ছিল -_- ,   আপনি মনে করছেন BD Crypto  পোস্ট  দেখে রিপ্লাইটি দিয়েছি  আসলে না  দুজনের প্রায় সেম সেমি ছিল হুদাই কাটাকাটি করলাম আমি আসলে এলডিএল  ভাইয়ের পোস্টটিকে উদ্দেশ্য করে  রিপ্লাইটি দিয়েছি -_-
আমি তাহলে ভুল দেখলাম নাকি? নাকি ঘুমের ঘোরে লিখছি কে জানে। এই ফোরাম আমার কাছে সোশ্যাল মিডিয়ার মতো হয়ে গেছে। অন্যরা ঘুম থেকে উঠে বা ঘুমানোর আগে ফেসবুক, ইন্সটাগ্রাম ইউজ করে। আর আমি ফ্রি টাইম পুরাটাই ফোরাম ইউজ করি। তবে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া ও ইউজ করে থাকি। জানি না ঘুমায়ে ঘুমাতে লিখেছি নাকি।


ভাই, কিছু মনে কইরেন না, একখান কথা জিগাই...

BitcoinTalk এ বাংলা thread ছাড়া আর একখানও thread আছে, যেইখানে পোলাপান মাসে কে কয়খান post দিসে এই লইয়া হৈ হৈ করে?

ভাই মনে করার কিছু নাই। তিতা হইলেও আপনি সত্যি কথা বলছেন। তবে আমাদের এখানে হইচই করার কারণ আছে। আমরা চাচ্ছিলাম এখানে একটা কম্পিটিশন বানাতে এবং সবাইকে আরো একটিভ রাখতে। আমরা চাচ্ছিলাম একটা লোকাল বোর্ড এর আবেদন করার জন্য। এর জন্য সবাইকে একটিভ রাখা জরুরি ছিলো। আর পাকিস্তান থ্রেড এ আমাদের মতোই পোস্ট নিয়ে হইচই হয়ে থাকে। একটিভ লোকাল থ্রেড বলতে এই দুইটা থ্রেড ই একটিভ আছে লোকালে। তাছাড়া অন্যান্য একটিভ কমিউনিটি অলরেডি বোর্ড পেয়ে গেছে। তো হইচই ব্যাপার টা পজেটিভ ভাবেই নিচ্ছি। এক এক জনের পয়েন্ট অফ ভিউ এক এক রকম হতে পারে। তবে আপনার পয়েন্ট খারাপ ছিলো না।