Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 18/07/2023, 17:42:52 UTC
⭐ Merited by shasan (1)
~~
জিনিসটা সম্পর্কে আমি আমার এক বন্ধুর কাছে শুনেছিলাম  যে ও নাকি ভালো প্রফিট করতেছে এর মাধ্যমে।  তবে মজার কথা  ও কখনো এইসব জিনিস আমার কাছে শেয়ার করত না।
আর আমার  ফিউচার ট্রেডিং এর ওপর আমার তেমন ইন্টারেস্ট না থাকায় আমিও কখনো এ বিষয়ে ঘেঁটে দেখিনি।  যাইহোক আপনার  পোস্টে এ জিনিসটা আবার সামনে আসলো এবং খুঁটিনাটি স্ক্রিনশট এর সাহায্যে দেখিয়ে দিয়েছেন ধন্যবাদ আপনাকে,  যদিও আমি ফিউচার ট্রেডিং দেখে ভয় পাই  তারপরেও একটু এই টেকনিকটা ট্রাই করে দেখব।

৪০০ তম পেজ 💪
আপনার এই পোস্টটা না দেখলে হয়তো  আজকে যে ৪০০টা  পেজ কমপ্লিট হয়েছে এটা খেয়ালী রাখতাম না।  যাইহোক অভিনন্দন আপনাকে ফোরামের অলটাইম পোস্ট সংখ্যার দিক থেকে মানে ডেডিকেশনের দিক থেকে  সবার উপরে অবস্থান করতেছেন আপনি।

আমি তো পোস্ট ই করি না তবু আমার র‍্যাঙ্ক টপ টেনে দেখে খুব আনন্দিত হইলাম। এত কষ্ট করে টপ টোয়েন্টি লিস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। শুধু তাই নয় আপনি টপ টুয়েন্টিতে আছেন এজন্য আমার খুব ভালো লাগলো এবং এজন্য আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি সবাই মিলে এই টপিকটা একটিভ রাখলে একদিন আমরা অবশ্যই একটা লোকাল বোর্ড পাব।
এ ভাই  মিছা কতা কইয়া লাভ আছে, পোস্ট না করলে বলে আবার টপ টেনে জায়গা দখল করতে পারে।  যাই হোক ব্যস্ততা থাকবে এটাই স্বাভাবিক সকলের নিকটই ব্যস্ততা রয়েছে আমি নিজেও মাঝখানে একদম প্রায়  অফ হয়ে গিয়েছিলাম, তারপরেও আশা করি  এর মধ্যেই  আমরা যদি ফ্রি সময় পেয়ে থাকি তাহলে একটু সময় দিব।
আর মেইন কথা কি হলো  আপনাদের মতন মেম্বাররা যদি  লোকাল থ্রেডে পোস্ট করে থ্রেডেটা একটু হরভরা থাকে।

যাইহোক  ৪০০ টি পেজ কিন্তু কম নয়,  এই অ্যাচিভমেন্ট অর্জনে  শুধু যে এই টপ টুয়েন্টি  মেম্বারগণ অবদান রেখেছেন তা নয়  আপনারা প্রত্যেককেই  এই অবদানের অংশীদারী  এর জন্য সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি।
তবে এর সাথে বলতে চাচ্ছে আমাদের কোয়ালিটি ফুল পোস্ট এর সংখ্যা আরো বাড়াতে হবে,  কেননা আমরা যদি দেখি পাকিস্তান কিন্তু বর্তমানে 729 টা পেজ নিয়েও  লোকাল বোর্ড পাইনি।  আমি পাকিস্তানকে হেও করছি না  আমি বলতে চাচ্ছি যে  পোস্টের কোয়ান্টিটি এর সাথে কোয়ালিটিও বাড়াতে হবে আমাদের। Cheesy Wink