Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Dimitri94
on 18/07/2023, 17:46:41 UTC
⭐ Merited by shasan (1)
বাংলা লোকাল বোর্ডের জন্য প্রশংসনীয় ৪০০ তম পেজে আমরা আসতে সক্ষম হয়েছি।
সত্যিই দেখা ভালো লাগছে সকলেই অনেক সময় ব্যয় করেছেন যার ফলে এত দূর পর্যন্ত আমরা অতিক্রম করতে পেরেছি।
আমাদের সকলের উচিত আরও সময় বেশি দেওয়া তাহলে হয়তো আমাদের পরবর্তী টার্গেট স্পর্শ করতে পারব।
আমরা সবাই যদি নিঃস্বার্থভাবে চেষ্টা করি, তাহলে অবশ্যই খুব শীঘ্রই আমরা আমাদের পরবর্তী টার্গেট স্পর্শ করতে পারব। কিন্তু দুঃখের বিষয় নিঃস্বার্থভাবে চেষ্টা করা হয়তোবা সম্ভব হবে না। কারণ সবাই কোন না কোন কোন ভাবে ব্যস্ত থাকে। আমি নিজেও কোন প্রয়োজন ছাড়া বা একেবারে ফ্রি সময় ছাড়া এই টপিকে পোস্ট করতে পারি না। এজন্য নিজেকে স্বার্থপর বলতে বা স্বার্থপর ভাবতে কোন কারপণ্য নেই।
ভাই আপনাদের মত অভিজ্ঞ এবং জ্ঞান সম্পন্ন ব্যেক্তিরা যদি এখানে মাঝে মাঝেও আসেন সেটিও কম হবে না। তাছাড়া আপনি এখানে নিয়মিতদের মধ্যে একজন। বাংলা ফোরামে সবাই যদি একসাথে একটিভ হয় আমার মনে হয় এই লোকাল বোর্ডে অনেক বেশি আলোচনা হতে পারে। কিন্তু পড়াশুনা,কর্ম ব্যস্ততা,পরিবার সবমিলিয়ে সবার পক্ষ্যেই একই সাথে ফোরামে যুক্ত হওয়া যায় না। যাই হোক পুর্বের অবস্থান এবং বর্তমান অবস্থান যদি আমরা বিবেচনা করি তাহলে বাংলা লোকাল বোর্ডটি এখন একটিভ বোর্ড গুলোর মধ্যে একটি। তাছাড়া পুর্বে এই লোকাল বোর্ডে যেভাবে আলোচনা হত তার চেয়ে এখন অনেক গঠনমুলক আলোচনা হচ্ছে এর কারন হিসেবে আমি মনে করি আপনাদের মত একটিভ মেম্বারদের সার্বক্ষনিক পর্যবেক্ষন এবং দ্রুত সাড়া দেওয়ার ফলে এটি সম্ভব হয়েছে। সর্বপরী বাংলা লোকাল বোর্ডের 400 তম পেজে পদার্পনের জন্য বাংলা লোকালবোর্ড কমিউনিটির সকল মেম্বারদেরকে ধন্যবাদ জানাই সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি @Little Mouse ভাইকে যিনি সার্বক্ষনিক ফোরামে মেম্বারদের পাশে থেকে সহযোগীতা করছেন।