কয়েক মাস আগে আমি আমার এক বড় ভাইয়ের মাধ্যমে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়। তাই চিন্তা করে দেখলাম যে বসে থাকার থেকে নতুন একটা কিছু শেখার চেষ্টা করি। বাংলা লোকাল বোর্ড ফোরামের এটি আমার প্রথম পোস্ট এবং সকলে সার্বিক সহযোগিতা করবেন নতুন কিছু শিখতে পারি আপনাদের মাধ্যমে।
আপনাকে ফোরামে স্বাগতম। আমি মনে করি আপনি জায়গাটাকে বেছে নিয়েছেন ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে গভীরভাবে জানার ও শেখার জন্য। তবে আপনি এখানে শুধু শেখার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না আপনি চাইলে নিজের স্কিল এর মাধ্যমেও অন্যদের সেবা দিতে পারেন। তাছাড়া আপনি ফোরামে রেংক আপ করে সিগনেচার ক্যাম্পেইন এর মাধ্যমে অথবা বাউন্টি করে প্যাসিভ ইনকাম করতে পারেন। অর্থাৎ এই ফোরামের ব্যবহার নানাবিধ। শুধু আপনাকে ফোরামের রুলস গুলো অবশ্যই মেনে চলতে হবে যা কিনা সবাইকেই মানতে হয়। ফোরামের বিভিন্ন বোর্ডগুলোতে ঘোরাফেরা করুন অথবা দরকারি কোন টপিক সার্চ করুন এভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে অনেক কিছু শিখতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।

আমরা আজ খুবই আনন্দিত যে আমাদের বাংলা লোকাল বোর্ডে আজকে ৪০০ তম পেজ সম্পূর্ণ করা হয়েছে আলহামদুলিল্লাহ।
BitCoinDream ভাইকে অনেক ধন্যবাদ যে আমাদের মাঝে বাংলা লোকাল বোর্ড উপস্থাপন করেছে। এবং আমাদের মাঝে অনেক পোস্ট করেছেন Little Mouse অনেক ধন্যবাদ আপনাদেরকে।
ভাই প্রথমত এই ছবিটা অলরেডি Bd officer ভাই পোস্ট করেছে। তাই আমি মনে করি আবারো একই ছবি আপনার একাউন্ট থেকে পোস্ট করার কোন দরকার আছে। আমরা সবাই যদি এই ছবি পোস্ট করতে থাকি তাহলে বিষয়টা কেমন হবে? আপনি চাইলে নিজের ডিজাইনেও একটা পোস্ট করতে পারতেন।
আরেকটা কথা আমাদের জানা উচিত, এটা আমাদের লোকাল বোর্ড নয় বরং এটা আমাদের বাংলা লোকাল থ্রেড। তাই আমরা বারবার বোর্ড না বলি। ইনশাআল্লাহ আশা রাখি আমরা খুব দ্রুতই লোকালবোর্ড পাবো তখন বিষয়টা মানানসই হবে।