Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 19/07/2023, 17:22:30 UTC
কাট~
কি আর বলবো ভাই আপনি তো দীর্ঘদিন ধরেই বিটকয়েনটক ফরমে এক্টিভ আছেন। নিয়ম কানুন গুলো আপনার বেশ জানা আছে। ওই পিকচারটি আমি এডিট করেছিলাম আপনি পিকচারটি চুরি করে নিজে পোস্ট করলেন এটা কি ঠিক হয়েছে? আপনি ভাই আপনার পোস্টটি লিখেছেন খুবই সুন্দর হয়েছে। আপনি চাইলে পিকচারটি আপনার পোস্টে এড করার জন্য আমার পোস্ট কোট করতে পারতেন।

আরেকটা কথা আমাদের জানা উচিত, এটা আমাদের লোকাল বোর্ড নয় বরং এটা আমাদের বাংলা লোকাল থ্রেড। তাই আমরা বারবার বোর্ড না বলি। ইনশাআল্লাহ আশা রাখি আমরা খুব দ্রুতই লোকালবোর্ড পাবো তখন বিষয়টা মানানসই হবে। আর অবশ্যই আমরা সবাই আনন্দিত যে আমরা এতটা পথ অতিক্রম করতে পেরেছি। আশা করি এভাবে অনেক দূরে এগিয়ে যাব সবাই মিলে।
আমাদের এই বাংলা লোকাল থ্রেড একটা বোর্ডের মতো আমরা এখানে প্রায় সব ধরনের আলোচনাই করে থাকি। অনেক ভাই দেখা যায় আমাদের বাংলা লোকাল থ্রেড কে বোর্ড বলে থাকেন। আমিও মনে করি আমাদের বাংলা লোকাল থ্রেড একটা লোকাল বোর্ড এর মতো।