এই বাংলা লোকাল থ্রেডে এটাই আমার সর্বপ্রথম পোষ্ট। তবে এই থ্রেডে বেশ কয়েকদিন আগেই এসেছি। অনেকে অনেক পোষ্ট করেছে, সেগুলো পড়েছি । আমার সর্বপ্রথম লক্ষ্য হচ্ছে, আমি বিটকয়েনটক থেকে আয় করতে এবং শিখতে চাই।
আপনাকে বাংলাদেশ লোকাল থ্রেডে স্বাগতম। আপনি [url =https://bitcointalk.org/index.php?board=238.0]bounty[/url] থেকে আয় করতে পারবেন। এর জন্য আপনাকে সোশ্যাল মিডিয়ার টুইটার, ফেসবুক ইত্যাদি মাধ্যমে কাজ করে আয় করতে পারবেন।
service থেকে সিগনেচার ক্যাম্পাইনে জয়েন হয়ে কাজ করে আয় করতে পারবেন, এর জন্য একাউন্ট এর ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করতে হবে। আপনি ফরমে নিয়মিত একটিভ থাকবেন ভালো ইনফরমেটিভ পোস্ট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ একদিন আপনিও আপনার একাউন্টের রেংক আপ করাতে পারবেন।
বর্তমানে দেখছি অনেক বিটকয়েনটক আইডি ব্যান হয়ে যাচ্ছে। কিভাবে ব্যান হওয়ার হাত থেকে আমাদের বিটকয়েনটক একাউন্টটি বাচাবো, কিভাবে আমাদের একাউন্ট এর মেরিট বাড়াবো? এ সম্পর্কে জানতে হলে আমাদের সিনিয়র বড় ভাইদের কাছ থেকে সঠিক দিকনির্দেশনা প্রয়োজন। তাই বড় ভাইদের কাছ থেকে এ সম্পর্কে সকল তথ্য জানতে চাই।
এজন্য প্রথম আপনাকে বিটকয়েনটক ফরমের সকল নিয়ম কানুন মেনে চলতে হবে। আমাদের এই লোকাল থ্রেডের প্রথম পেজে সকল ধরনের নিয়মকানুন গুলি প্রিন্ট করে দেওয়া আছে তবুও আমি আপনাকে কোট করে দিচ্ছি।
উপরে উল্লেখিত নিয়ম কারণগুলি ভালোভাবে পড়ে নিবেন আশা করি এখান থেকে আপনার সকল প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবেন।