আপনি যদি নতুন মেম্বার হয়ে থাকেন এবং আপনি চাচ্ছেন আপনার প্রথম ভালো পোষ্ট এই মেরিট পেতে, এটা এভাবে হবে না। আপনাকে সময় দিতে হবে এবং ফোরামে পরিচিত হতে হবে এবং সবার সাথে মিশতে হবে। যদি মানুষ আপনার নাম দেখেই চিনতে পারে এবং আপনি ভালো কন্টেন্ট লিখেন, আপনি মেরিট পেতে শুরু করবেন। আমাকে ৫ মাস সময় ব্যায় করতে হয়েছে প্রথম ১০ টি মেরিট পাওয়ার জন্য। পরের ১০০ টি মেরিট পেয়েছি পরের মাত্র ৫ দিনে। আমি আরো ১৫০ টি মেরিট পেয়েছি পরের ৯০ দিনে। শেষ ৯০ দিনে আমার পোষ্ট কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে কারন আমি সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করে পোষ্ট কাউন্টের দিকে নজর দিয়েছি। বেশিরভাগ লিজেন্ডারি মেম্বাররা গড়ে প্রতি ৩০ দিনে ৫০ টি মেরিট আর্ন করে ইভেন যদিও তারা খুব একট্রা অরডিনারি কিছু না লিখে। কারন তারা ফোরামে পরিচিত এবং কমিউনিটি তাদেরকে জানে এবং তারা কপি পেষ্ট বা এ আই ব্যাবহার করার সম্ভাবনা নেই।
কিছু বাস্তবিক সুন্দর কথা লিখেছেন। নিজেকে ওই ভাবেই গড়ে তুলতে হবে এবং আমি আরেকটা জিনিস দেখেছি ফোরামের অন্যান্য মেম্বারদের সাথে গুড কমিউনিকেশন বাড়ানো গুড কমিউনিকেশন করার জন্য আপনাকে আগে ওই পরিচিতিটা অর্জন করে নিতে হবে যেন তারা আপনাকে বা আপনার করা প্রশ্নকে হালকা হলে মূল্যায়ন দেয়। কারণ একজন নিউ বি যে কিনা ছোটখাটো পোস্ট কোন কোয়ালিটি নেই তাদেরকে নিশ্চয়ই অন্যরা তাদের ভ্যালুয়েবল সময় দিবে না।
এক্ষেত্রে আপনার মেরিটের কথা শুনে আমার নিজের কথা মনে পড়ে গেল একটা সময় যখন সিগনেচার পোস্টে পোস্ট কাউন্ট বা কতটুকু টাকা পাবো এটাকে প্রাধান্য না দিয়ে কোয়ালিটি ফুল পোস্ট করেছি বা ফোরামের জন্য হালকা ছোটখাটো টুলস বা ট্রিক শেয়ার করেছি তখন নিজের রেপুটেশন এবং মেরিট এর সংখ্যা অনেক বেশি ছিল। লিটল মাউস ভাই উপর একটা কথা বলেছে আয়ের চিন্তা করলে লাভের বেলায় শূন্য হবে এটা আসলেই সত্যি দেখবেন যারা শুধু বাউন্টি ক্যাম্পেইন থেকে আয়ের চিন্তা করে বা শুরুতেই শুধু বাউনটি ক্যাম্পেইন নিয়েই পড়ে থাকে তারা কিন্তু সামনে আগাতে পারে না আর যখনই ওই আয়ের পথ বাদ দিয়ে একটু ফোরামকে এক্সপ্লোর করবে নিজেকে শিখবে অন্যকে কিছু শেখার সুযোগ করে দিবে তখনই তার লাভের দরজা খুলে যায়।
এইসব পোস্ট এর মানে বুঝলাম না ভাই।
হয়তোবা তিনি ব্রাজিলের খুব বড় একটা হেটার আর নয় তো উনি আমাদের বাংলাদেশের এই লোকাল থ্রেড কে gambling discussion board মনে করে ফেলেছেন । Poorman2 ভাই আপনি কোন বাজে যেতে থাকলে দয়া করে গেমলিং ডিসকাশন বোর্ডে গিয়ে পোস্ট করেন আমাদের বাংলাদেশ থ্রেডে আলাদা কোন টপিক নেই যেখানে আপনি আপনার জুয়ার আরো আলোচনা করবেন।