অবাক করা তথ্য দিলেন তো, যে কয়েনের কোনো ব্লকচেইন ই নাই, সেই কয়েন সেল করলো কিভাবে? আর সেই কয়েন কিনলোই বা কে? যে কিনেছে সে এই কয়েন দিয়ে কি করবে? বিভিন্ন এক্সচেঞ্জ এ পাই কয়েন লিস্ট হয়েছে। তবে সেগুলো ওখান থেকে উইথড্র করা যায় না। তো যে এই কয়েন কিনেছে, সে নিশ্চয়ই ভবিষ্যতের কথা ভেবে কিনে থাকতে পারে।
আপনি বললেন আপনি নিজেও মাইনিং করছিলেন। আপনি কি উইথড্র করতে পারছেন? বা আপনিও কি সেল করেছেন? কিভাবে সেল করলেন? আমি যতদুর জানি, আমাদের থ্রেড এ অনেকেই পাই মাইনিং করেছে, আপনি যদি সেল করতে পারেন, ওনাদেরকেও সেল করতে সহযোগিতা করতে পারেন।
P2P ট্রেড এর মাধ্যমে সেল করেছে তিনি। আমি বিস্তারিত তথ্য জানিনা। কিন্তু ভাই আপনি বিশ্বাস করেন বা না করেন তিনি আসলেই পাই সেল করছে। তার কেওআইসি সবকিছু ১০০% ওকে ছিল। একটা OTC গ্রুপ থেকে মূলত একজন তার পাই কেনার অফার করে।
আর আমার বিষয়টা আমি KYC জনীত সমস্যার কারণে এখনো কিছু করতে পারিনি। নয়তো আমিও সেল করার চেষ্টা করতাম।