MTFE ১০০০% স্ক্যাম করবে, আমি এই ফোরামে লিখে দিলাম যেটা পোষ্ট করার সাথে সাথে আরকাইভ হয়ে যাবে। সেদিন আমি আবার আমার এই পোষট টি কোট করে আপনাদের বলবো। ভাই, দুনিয়ায় কেউ আপনাকে এমনি এমনি টাকা দিবে না। কোনো কাজ ছাড়া শুধু ইনভেষ্ট করে ইনকাম করা গেলে তো ভালোই ছিলো।

এইযে ভাই দেখেন এরা একেবারে ওপেনলি সভা সমাবেশ করে যাচ্ছে। এর বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ করার কি কোনো লিগালিটি নাই? দেখেই বোঝা যাচ্ছে সবই Ponzi স্কিম। E-Orange, E Movie Ticket এসব এমএলএম সাইট থেকে কবে শিক্ষা নিবে এরা?
ছবিটা আমার এক পরিচিত বড় ভাইয়ের ফেসবুক থেকে নেয়া। তাকে এর সম্পর্কে জানালাম, সবরকম তথ্য প্রমান লিংক দেখালাম। কে শোনে কার কথা। বলদটা নিজের পায়েই নিজে কুড়াল মারবে।
আচ্ছা ভাই উপরের ছবিগুলোতে বেশিরভাগ মানুষগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে টুপি পাঞ্জাবি ফতুয়া পড়ুয়া। সিরাজগঞ্জে বসবাস করায় আমি এই সকল টুপি দারিয়ালা লোকদের সম্পর্কে জানি। আমি সাধারণত সরকার বিরোধী রাজনীতি দলের সাথে যুক্ত। বাড়িতে অর্ধেক লোক জামাত-শিবিরের রাজনীতি করে তাই সাধারণত এই টুপি দাড়িওয়ালা লোকদের দুঃখ সম্পর্কে কিছুটা হলেও বুঝি।
বেশিরভাগ টুপি দাড়িওয়ালা লোকেরা উপরের সেমিনারে অংশগ্রহণ করেছে অথচ প্রশাসনের লোকেরা এই সকল লোকদের গতি প্রকৃতি সম্পর্কে জানেনা এটা আপনারা বিশ্বাস করেন। এইটা যদি কোন ইসলামিক শিক্ষামূলক সেমিনার হতো তাহলে এদেরকে জামাত শিবির বিএনপির লোক বলে চালিয়ে দিত। অথচ কিভাবে বর্ণিল পরিবেশে সেমিনার করছে অথচ এদের ব্যাপারে প্রশাসন সম্পূর্ণ নীরব। মানে কি, প্রশাসনকে আগে পেট ভরিয়েছে তারপর সেমিনারের ব্যবস্থা করেছে। ধন্যবাদ আর কিছু লিখলাম না।
রাজনৈতিক কিছু কথা চলে আসায় আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।