এক সময়ে এই ভাইটি এই বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে অনেক একটিভ থাকতে খুব সম্ভবত মেম্বার থাকাকালীন অবস্থা এই ভাইটিকে আমরা অনেক পোস্ট করতে দেখতাম।
প্রথমেই আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমার কাছে পর্যাপ্ত সেন্ডএবল মেরিট নাই। যা আছে তাই শেয়ার করলাম।
LDL ভাই, এক সময় না ভাই। লোকাল থ্রেড এ আমি সব সময় একটিভ থাকি। প্রতি মাসেই ৩০+ পোষ্ট করে থাকি বাংলা থ্রেড এ। গত মাসেও ৪০+ পোষ্ট করেছি। আপনি যদি কম আসেন তাহলে তো কম ই দেখবেন

, মজা করলাম। আশা করি আপনিও আমাদের লোকাল থ্রেড এ আগের মতো একটিভ থাকবেন। আজকে আবারো চেককরলাম, আমার টোটোল পোষ্ট এর ২০% লোকাল থ্রেড এ করেছি। অল টাইম পোষ্টারদের মধ্যেও ২০৩ টি পোষ্ট করে ৪ নাম্বারে আছি। মোট ৩২০ মেরিটের মধ্যে লোকাল থ্রেড থেকে ১০৯ টি মেরিট পেয়েছি। লোকাল থ্রেড এর সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ!
আপনার আগামী র জার্নি সুন্দর হোক এই আশা রাখি। আর আশা রাখি অবশ্যই চেষ্টা করবেন আমাদের লোকাল থ্রেডের মেম্বার গুলোকে অ্যাপ্রিশিয়েট করতে যদি তাদের কাজ আপনার ভালো লেগে থাকে।
আপনাকেও অনেক বেশি ধন্যবাদ। লোকাল থ্রেড এর মেম্বারদের এপ্রিশিয়েট করার কথা যদি বলেন, আমার স্টাটস কথা বলবে এখানে। আমি আমার ফোরাম লাইফে মোট ১৬০ টি মেরিট সেন্ড করেছি যার মধ্যে শুধুমাত্র বাংলোদেশ থ্রেড এ সেন্ড করেছি ১০৬ টি মেরিট। যেখানে বাংলাদেশ থ্রেড থেকে পেয়েছি ১০৯ টি মেরিট। তাছাড়া বাংলাদেশ থ্রেড এর বাইরেও বাংলাদেশি ইউজারদের কে ১১ টি মেরিট সেন্ড করেছি। তার মানে মোট ১১৭ টি মেরিট বাংলাদেশি ইউজার রাই পেয়েছে যেখানে আমি মোট মেরিট ই সেন্ড করেছি ১৬০ টি।