কোনো কারণবশত যদি কোম্পানি টি বেআইনি বা স্ক্যাম হয়ে থাকে অথবা মেনেজারাও খারাপ হয়ে থাকে (কথার কথা)। সেক্ষেত্রে করণীয় কি? আমার আ্যাকাউন্টে তো তখনো তাদের সিগনেচার ঝুলতেছে।
আপনি আপনার এলাকায় একটা প্রজেক্ট প্রমোট করছেন। যখন আপনি জানতে পারলেন যে প্রজেক্টটা আসলে স্ক্যাম, তখন আপনি কি করবেন? জেনেশুনে আপনার এলাকার মানুষকে স্ক্যাম খাওয়াবেন নাকি ভাববেন যে আমার জন্য অন্য কেউ যেন ক্ষতির শিকার না হয়।
একই থিওরি এইখানেও চিন্তা করতে হবে। যখনই আপনি জানতে পারবেন আপনি যে প্রজেক্ট প্রমোট করছেন সেটা স্ক্যাম, সেই ক্যাম্পেইন থেকে সরে আসবেন। সিম্পল। জেনেশুনে স্ক্যাম প্রমোট করলে মানুষ আপনাকে ভালো চোখে দেখবে না অবশ্যই।
প্রথমটা হচ্ছে AI কী আর দ্বিতীয়টা হচ্ছে পোস্টগুলো কোথায় পোস্ট করব।
এ আই কি এইটা গুগল মকরলে খুভ সহজেই উত্তর পেয়ে যাবেন কিংবা ইউটিউবে বাংলায় অনেক কন্টেন্ট পাবেন।
আর সিগ্নেচার ক্যাম্পেইনের পোস্ট কোথায় করবেন? ওইটা আপনার ক্যাম্পেইনের নিয়মের মধ্যেই লেখ্যা থাকবে। কোন বোর্ডে পোস্ট করলে কাউন্ট করবে কিংবা করবে না এইসব লেখা থাকবে। বাউন্টির সিগ ক্যাম্পেইন করলে মোটামুটি বেশিরভাগ বোর্ডের পোস্ট কাউন্ট করবে।