Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
RewFrew
on 12/08/2023, 20:18:15 UTC
⭐ Merited by Mr.corol (1)

সঞ্চয়ী ও সাশ্রয়ী মনোভাব আমাদের সকলেরই থাকা উচিত কেননা আমরা যারা বেকার জীবন যাপন করছি ও অল্প বেতনে বিভিন্ন বেসরকারি ফার্মে ও প্রতিষ্ঠানে কর্মরত তাদের তো জীবনে বড় কিছু করার সম্ভাবনা নেই। যারা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছে তারা সরকারের বিভিন্ন প্রণোদনা ও রিটারমেন্ট অবসর ভাতা পান। কিন্তু আমাদের বুড়ো বয়সে গিয়ে আমরা কি করে খাব সেই চিন্তাতেই অস্থির হয়ে পড়ি। এক্ষেত্রে আমাদের সঞ্চয় ছাড়া অন্য কোন উপায় নেই। আমরা সপ্তাহ শেষে বা মাস শেষে যে পরিমাণ টাকা খরচ শেষে অবশিষ্ট থাকে সেগুলো অহেতুক খরচ না করে একটু একটু জমিয়ে সঞ্চয় করা অবশ্যই উচিত।


তবে আমাদের ব্যাংক ব্যবস্থা এতটুকুই নড়বড়ে যে আমরা সাধারণ মানুষ নিজেদের শেষ সম্বলগুলো ব্যাংকে জমা রাখতে হিমশিম খাচ্ছি। এরূপ অবস্থায় সিদ্ধান্ত নিয়েছি বাবার ব্যবসার সামান্য কিছু সাহায্য করায় যতটুকু টাকা হাত খরচের জন্য নিয়ে থাকি সেই থেকে আপনার মত কিছু টাকা জমিয়ে ভবিষ্যতে বড় ধরনের কিছু করব। সেই জন্য একটি প্লাস্টিকের ব্যাংক কিনে অল্প টাকা জমা করব ইনশাআল্লাহ। এতে আমার ব্যাংকে কোনরূপ সুদ বা ঝুঁকি নেই।
আপনি যথার্থ বলেছেন, সঞ্চয়ী ও সাশ্রয়ী মনোভাব আমাদের সকলেরই থাকা উচিত কারন এই সঞ্চয় বিপদ এর সময় অনেক উপকারে আসে। আমরা যারা সরকারি চাকরি করছিনা তদের জন্য আরো গুরুত্বপূর্ণ সঞ্চয় করাটা। কারন আমাদের সরকার থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভবনা একেবারে কম। তাই আমাদের নিজেই নিজেদের কে বিপদ থেকে উত্তরনের পথ তৈরি করে রাখতে হবে। এজন্য অপ্রত্যাশিত বিপদের হাত থেকে বাচার জন্য আমাদেরকে সঞ্চয়ী হয়ে হবে।