বি দ্র: যারা Catly নিয়ে তেল মারতে আসবে তাদের কথা শুনবেন না। এই প্রজেক্টটি হয়তো এক বছর দুই বছর পেমেন্ট করবে তারপর হিউজ পরিমাণ বিনিয়োগ পেলে এ কোম্পানিটিও চলে যাবে। MTFE এর একজন CEO দেখলাম Catly এর উপর ইউটিউব ভিডিও আপলোড করেছিল কিন্তু আপলোড করার সাথে সাথে তিনি ভিডিও ডিলিট করে দিয়েছিলেন।
তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে MTFE যখন থেকে ইসকাম করার তালবাহানা শুরু করলো ঠিক তখন থেকে Catly এর প্ল্যানিং এর পরিবর্তন করতে শুরু করেছে। দুটো কোম্পানির প্রোফিটের পরিমাণ এক কিন্তু কৌশল ভিন্ন। তারা পরবর্তীতে যে পরিমাণ টোকেন minted করার সিদ্ধান্ত নিয়েছে তাতে করে দু বছরের মত বিজনেস করতে পারবে এবং হিউজ পরিমাণ প্রফিট পেলে এই কোম্পানিটিও উধাও হয়ে যাবে । তাই যারা বিনিয়োগ করবেন তারা দেখে শুনে বুঝে বিনিয়োগ করবেন।
ধন্যবাদ সবাইকে।
ভুলের শুরুটা তো ভাই এখানেই। আপনি মনে করতেছেন Catly দুই বছর থাকবে। অনেকে এটা শুনেই ইনভেষ্ট করবে কারন প্রফিট তুলে নেয়ার জন্য দুই বছর না, দুই মাস ই যথেষ্ট। কোনো প্রজেক্ট ই ২ মাসের বেশি লাষ্টিং করে না। আর Catly ও ৩-৪ মাসের বেশি থাকবে না এটা আমি বলে দিলাম আপনি লিখে রাখেন। এসব প্রজেক্ট থেকে এক পয়সা ইনভেস্ট না করে যদি ১০ টাকা ইনকাম করা যায়, তাহলে সেটা পেয়েই খুশি থাকতে হবে। লোভে পড়ে ইনভেষ্ট করবেন তো ধরা খাবেন। একটা জিনিস দেখবেন যে আপনি যেটাতে ইনভেষ্ট না করবেন, সেটা অনেকদিন মারকেট এ থাকবে, যেই আপনি ইনভেষ্ট করবেন, কয়দিন পরেই ভাগবে। ব্যাপারটা এরকম ই মনে হয়। আসলে যতোদিন এ আপনি একটা প্রজেক্ট এর খোজ পেয়েছেন, ততদিনে এরা হিউজ লাভ করে ফেলেছে।
একটা পোষ্ট করেছিলাম,
এটা কোট করলাম
লাইসেন্স ২০ বছর নিয়ে রাখলেই কি ভাই? কোম্পানি যদি স্ক্যাম করে, তাদের ২০২৪ বা ২৫ অব্দি যে লাইসেন্স আছে, তারা সেটার দিকে তাকাবে না। ইভ্যালি বা অন্যান্য ই-কমার্স ওয়েবসাইটগুলো বাংলাদেশে লাইসেন্স নিয়েই তাদের কার্যক্রম শুরু করেছিলো। তারাও মানুষকে স্ক্যাম করেছে। স্ক্যাম করে ফেললে লাইসেন্স সেই স্ক্যাম আটকাতে পারবে না। আর তারা যে লাইসেন্স এর কথা বলছে সেটা আদৌ আছে কি না সেটা কেউ জানে না। প্রতারক রা আপনার বিশ্বাস অর্জনের জন্য অনেক কিছুই করবে। এস পি সির মতো প্রতিস্ঠান বাংলাদেশে লাইসেন্স পায় কিভাবে? ঘেটে দেখা গেছে ওরা একটা ট্রেড লাইসেন্স নিয়ে কাজ শুরু করেছিলো।
MTFE ১০০০% স্ক্যাম করবে, আমি এই ফোরামে লিখে দিলাম যেটা পোষ্ট করার সাথে সাথে আরকাইভ হয়ে যাবে। সেদিন আমি আবার আমার এই পোষট টি কোট করে আপনাদের বলবো। ভাই, দুনিয়ায় কেউ আপনাকে এমনি এমনি টাকা দিবে না। কোনো কাজ ছাড়া শুধু ইনভেষ্ট করে ইনকাম করা গেলে তো ভালোই ছিলো।