Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Shishir99
on 23/08/2023, 09:43:35 UTC
~snip~
ভাই এখানে পলেটিক্স এর সাথে রিলেটেড এমন কিছু পোস্ট করবেন না। এমন off topic কিছু পোস্ট করতে পারে যারা নতুন তারা আপনাকে দ্বারা এমন পোস্ট আশা করা যায় না। এরকম পোস্ট একে অপরের বিরধীতার জন্ম দেয়। কারন এখানে অনেক সদস্য আছে এক এক জন এক এক দল সাপর্ট করতে পারে তাই এরকম পোস্ট এখানে বিশৃঙ্খলার জন্ম দেবে। সামনে নির্বাচন দেশের অবস্থা এমনিদেই অনেক উত্তাল এখন। এটা যেহেতু একটা ক্রিপ্টো ফোরাম তাই এখানে ক্রিপ্টোর মধ্যেই সীমাবদ্ধ থাকেন। আর যদি পলেটিক্স নিয়ে কথা বলার আপনার অতিব আগ্রহ হয় তাহলে Politics & Society তে গিয়ে পোস্ট করেন এখানে না। এমন কিছু পোস্ট কইরেন না এখানে যা বাংলা কমিউনিটিকে নষ্ট করতে পারে।

ভাই আমার এখানে একটা প্রশ্ন আছে!
আপনি কি ওনাকে এভাবে পোষ্ট না করার জন্য বলতে পারেন? বাংলাদেশ লোকাল থ্রেড এর জন্য কি আলাদা কোনো রুলস আছে? বাংলাদেশ নামে যদি কোনো বোর্ড থাকতো, তাহলে সেটার আলাদা লোকাল রুলস থাকতো এবং সেখানে বাংলায় পোষ্ট করার জন্য রাজনৈতিক নামে আরেকটা সাব বোর্ড ও থাকতো। সেই ক্ষেত্রে আপনি ওনাকে অনুরোধ করতে পারতেন যেনো উনি ক্যাটাগরি অনুযায়ি পোষ্ট করেন। উনি যেনো অফ টপিক পোষ্ট না করেন। যেহেতু সবাই বাংলাদেশ নামে একটা থ্রেড এর মাঝে সীমাবদ্ধ, এখানে কোনো কিছুই অফটপিক না। এটা একটা পাবলিক ফোরাম এবং এখানে সকলের মতামত শেয়ার করার স্বাধীনতা আছে। হতে পারে এটা একটা ক্রিপ্টো রিলেটেড ফোরাম, কিন্তু এই ফোরামে অন্য যে কোনো কিছু নিয়ে আপনি আলোচনা করতে পারেন। তাতে কোনো প্রকার বাধা নেই।

সব চাইতে মজার ব্যাপার হলো ফোরামে স্ক্যাম অব্দি মোডারেটেড না। সেখানে আপনি অনুরোধ এর পরিবর্তে রীতিমত ওনাকে অপমান করছেন। যেখানে থেমোস নিজেই ফ্রি-স্পিচ এর পক্ষে এবং ফোরাম কে কোনো সেন্সর করতে চান না, সেখনে আপনি আপনার একজন সিনিয়র কে এক প্রকার ধবল ধোলাই দিচ্ছেন। আমার অনুরোধ থাকবে এখাবে এগ্রেসিভ ভাবে না বলার। বিশেষ করে এটা ইন্টারনেট ফোরাম। আমরা কেউ কাউকে চিনি না। যেটা আশা করতে পারি, সেটা হলো এক অন্যের প্রতি সম্মান। আমি যে ওনার পোষ্ট টা পছন্দ করেছি এমন কোনো ব্যাপার নেই। আমিও একটা দল সাপোর্ট করি আর সেটা বর্তমান সরকার দল। তবে তার মানে এই নয় যে আমি সরকারের ভুল গুলি চোখে দেখবো না। হেলদি ক্রিটিসিজম যদি কেউ করে, সেটা আমি পড়বো এবং মেনেও নেবো।