আমরা নিজস্ব বোর্ড পাবো কিনা এ নিয়ে মাঝে মাঝে সন্দেহ হয় আমার। কারণ আগেই অনেক ইউজাররা আমাদের নামে অনেক দুর্নাম করে বসে আছে। কারো এই বিষয়ে মত আছে?
অবশ্যই আমাদের লোকাল বোর্ড প্রয়োজন। একটি ট্রপিকে আমরা সব ধরনের আলোচনা করছি, লোকাল বোর্ড থাকলে আমরা ট্রপিক অনুযায়ী আলোচনা করতে পারতাম। হয়তো আমাদের লোকাল বোর্ড একজন মেরিট সোর্স পেতাম। হয়তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আমাদের সফলতা অর্জন করতে পারব।
@DYING_S0UL ভাই বিশেষভাবে অভিনন্দন জুনিয়র মেম্বার থেকে মেম্বার পদমর্যাদা অর্জন করেছেন।। 
এই পিছে থাকার পিছনে যে কারণটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে যারা নতুনে মেরিট পাওয়ার জন্য আসে মেরিট পাওয়ার পর আর একটিভ থাকে না।
আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা সবাই এখানে একটিভ থেকে নিজস্ব লোকাল বোর্ড পাওয়ার জন্য চেষ্টা করব।
তাদের উদ্দেশ্যটাই হচ্ছে ২-১ টা মেরিট অর্জন করা, ২-১ টা মেরিট অর্জন করে জুনিয়র মেম্বার হয়ে বাউন্টি ক্যাম্পাইন আনতে শুরু করে। তাদের কথা বাদ দেন, বর্তমানে আমরা যারা এক্টিব আছি আমাদেরকেই আপ্রাণ চেষ্টা করতে হবে।