ধুর ভাই টেনশন করেন কেন? একদিন না একদিন আমরা নিজস্ব বোর্ড পাবই পাবো।
আসলে বিষয়টাকে টেনশন বলা হয়তো ভুল হবে। এজন্য আমি সন্দেহ শব্দটি ব্যবহার করছি। ভাই আপনি মানেন আর না মানেন, মাঝে মাঝে মনে হয় বাঙালি হওয়াটা অভিশাপ (Cursed)। বাঙালি শুনলেই বেশিরভাগ একটা নেগেটিভ ইমপ্রেশনস নিয়ে বসে, হয়তো সবাই না, বাট বেশিরভাগ। সব জায়গায় সব দেশেই ভালো খারাপ দুর্নীতি ইত্যাতি আছে, বাট বাঙালিরা এ বিষয়ে নাম্বার ওয়ান বলে আমার কাছে মনে হয়। একেবারে পাক্কা খেলোয়াড়। হয়তো আজ বাদে কাল অবশ্যই নিজত্ব বোর্ড পাবো, আশা করি। বাট আগামী ৬ মাসে বা ১ বছরে পাবো কিনা সন্দেহ জাগে। দোয়া করি আল্লাহ যদি সহায় হন তাহলে ইনশাআল্লাহ্ নিজস্ব বোর্ড পাবো।
অবশ্যই আমাদের লোকাল বোর্ড প্রয়োজন। একটি ট্রপিকে আমরা সব ধরনের আলোচনা করছি, লোকাল বোর্ড থাকলে আমরা ট্রপিক অনুযায়ী আলোচনা করতে পারতাম। হয়তো আমাদের লোকাল বোর্ড একজন মেরিট সোর্স পেতাম। হয়তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আমাদের সফলতা অর্জন করতে পারব।
@DYING_S0UL ভাইকে বিশেষভাবে অভিনন্দন জুনিয়র মেম্বার থেকে মেম্বার পদমর্যাদা অর্জন করেছেন।। 
ধন্যবাদ ভাই। আমি মনে করছিলাম এটা কারোর চোখে পড়বে না। আমি যে এতো তাড়াতাড়ি মেমবার হয়ে যাবো আমি নিজেও জানতাম না। আসলে আমি অনেক বছর ধরেই Bitcointalk এই ফোরামটাকে চিনতাম( ২০২০-২১)। তখন সবেমাত্র আমার এক বড়ভাই এটার সাথে যুক্ত হয়। তিনি এখন অনেক বড় মেম্বার। কিন্তু দুঃখের বিষয় হলো ঐসময় আমি পড়াশোনার চাপে এসবে তেমন গুরুত্ব দেই নাই।

আমার আর একটা প্রশ্ন ছিলো। আমার বাংলা বোর্ডে যারা ভালো মেমবার এক্টিভ মেম্বার তদের আমি কমবেশি চিনি। আর আমাদের মাঝে Little Mouse ভাইই শুধুমাত্র Legendary রাঙ্কের। (আরো হয়তো আছে বাট আমার চোঁখে পড়েনি)। ভাই দেখি অনেক রেপুটেড একজন মেম্বার, অনেক ট্রাস্টেট। সততার সাথে তিনি অনেক Bounty campaign বা Signature ইত্যাদি ম্যানেজ করেছেন। Overall সব দিক থেকেই তাকে ভালো লেগেছে আমার। আমার প্রশ্নটা হলো তিনি বা তার মতো এতজন এখনো কেনো মেরিট সোর্স হলো না/হতে পারলো না? বা ভবিষ্যৎে কি এর কোনো সম্ভাবন আছে?
তাদের উদ্দেশ্যটাই হচ্ছে ২-১ টা মেরিট অর্জন করা, ২-১ টা মেরিট অর্জন করে জুনিয়র মেম্বার হয়ে বাউন্টি ক্যাম্পাইন আনতে শুরু করে। তাদের কথা বাদ দেন, বর্তমানে আমরা যারা এক্টিব আছি আমাদেরকেই আপ্রাণ চেষ্টা করতে হবে।
হ্যা আমরা হাতে গোনা এক্টিভ মেমবারও যদি হাতে হাত রেখে সব হিংসা বিদ্বেষ পাশে রেখে কাজ করি, তাহলেই আমাদের কমিউনিটি অনেকদূর যেতে পারবে বলে আমি মনে করি।