বিশ্বব্যাপী বেকারত্বের হারের তালিকা
🇧🇩 Bangladesh: 4.7%
Sourceআমি মনে করি বাংলাদেশের অবস্থা বেশ ভালো আছে। কারণ বাংলাদেশে বেকারত্বের হার অনন্যা দেশের তুলনায় কম। বাংলাদেশ সরকারের উচিৎ আরও কিছু উদ্যোগ গ্রহণ করা এবং বাংলাদেশের বেকারত্বের হার আরও কমিয়ে বাংলাদেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া। আমি আশা করি বাংলাদেশ একদিন অনেক উন্নত দেশে পরিণত হবে।
ভাই আমি এটা কখনো বিশ্বাস করব না যে বাংলাদেশের বেকারত্বের হার এতটা কম, এটা আসলে সম্পূর্ণ মিথ্যে একটি চক্র হতে পারে।
আমি মনে করি বাংলাদেশের যে পরিস্থিতি এতে বেশিরভাগ লোকেরাই বেকারত্ব জীবনযাপন করে যারা পড়ালেখা শেষ করে অযথা বসে আছে তাদের চাকরি হচ্ছে না সে ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশে ৫০% বেকারত্ব হার রয়েছে।
আমিও এটা বিশ্বাস করতে পারছি না। আমি ঠিক জানিনা তারা কি কি বিষয় বিবেচনায় নিয়ে এই পরিসংখ্যান টা করেছে। তবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই পরিসংখ্যান টা আদৌও সঠিক নয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০১৬-১৭ জরিপ মতে, বেকার সংখ্যা ৪ কোটি ৮২ লক্ষ ৮০ হাজার। সুত্র - উইকিপিডিয়া যেহেতু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০১৬-১৭ জরিপ মতে, বেকার সংখ্যা ৪ কোটি ৮২ লক্ষ ৮০ হাজার। কারন আমরা জানি যে বাংলাদেশে প্রায় ১০ কোটি লোক প্রাপ্তবয়স্ক, সুতারাং ১০ কোটি জনসংখ্যার মধ্যে ৪ কোটি ৮২ লাখ মানে প্রায় ৫০% ই বেকার। এবং আমাদের শিক্ষিত বেকার এর সংখ্যা অনেক। লেখা পড়া শেষ করেও বেকার থাকতে হয় বেশির ভাগ যুবকের। তাই আমি মনেকরি ঐ রিপোর্টটি কোন ভাবে সঠিক নয়।
এটা বিশ্বাস করার মতোউ না কারন আমরা আমাদের আশেপাশে প্রায় অধিকাংশ মানুষদেরই বেকার দেখি। আর অধিকাংশ বেকাররাই হলো শিক্ষিত বেকার। সবারই রয়েছে বস্তা বস্তা সার্টিফিকেট কিন্তু নেই কোন চাকরি বা বিজনেস। তারা এই পরিসংখ্যানটি কেমনে করলো তা আমারও বুঝে আসতেছে না। তবে আমি গুগলে এটি নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম সব জায়গায় একই রকম লেখা আছে। তাইলেকি বাংলাদেশে প্রায় সব মানুষই কর্ম করে খাইতেছে আর শুধুমাত্র আমার এরিয়ার লোকজনই বেশি পরিমাণে বেকার হা হা।
১৯৯১ থেকে ২০২২ সালের বেকারত্বের পার্সেন্টেজ খুব বেশি পরিবর্তন হয়নাই ২.২০% থিকা ৫.২১% পর্যন্ত উঠছিলো। তাহলে তো বাংলাদেশ অনেক ভালো অবস্থাতেই আছে।
