Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Z_MBFM
on 26/08/2023, 17:00:48 UTC
Bd officer
2Pizza410000BTC
Crypto Library
DYING_S0UL
LDL

আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আরো আগে হয়তবা Full Member হতে পারতাম কিন্তু কিছুদিন এক্টিভিটি আটকে ছিলো কারন একাউন্টের নির্দিষ্ট বয়স হইছিলো না। যাইহোক আজকে আমারো অনেক ভালো লাগতেছে Full Member হতে পেরে।

আপনার লেখাগুলো স্বাভাবিক মনে হচ্ছে না, বাঙালি হয়েও আপনার লেখা বাংলা পড়তে কষ্ট হচ্ছে। আপনি যদি Google Translator বা যেকোন AI Translator ব্যবহার করে থাকেন তাহলে এসব পরিহার করুন। ফোরামে এসব translator ব্যবহৃত পোস্ট সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও কোনো রকম copy paste পোস্টও করা যাবেনা। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। আর যদি বাংলা থ্রেডের রুলস্ না জানেন তাহলে নিচের লিংকগুলো ফলো করুন।
ভাই তার কথা কি বলবো, তিনি দেখা যাচ্ছে আমাদের বাংলা লোকাল থ্রেডে বাংলা পোস্ট করছেন, আবার দেখি পাকিস্তান লোকাল থ্রেডে গিয়ে উর্দু ভাষায় পোস্ট লেখালেখি করছেন। তিনি আসলে আমাদের বাংলাদেশী নাকি পাকিস্তানি বুঝা যাচ্ছে না?

চাইলেই এই আইডি টা উড়িয়ে দেয়া যায়। উনি একাধারে অনেকগুলো রুলস ভায়োলেট করতেছেন যেমন, কপি/পেষ্ট, এ-আই ব্যাবহার, অটোমেটিক ট্রান্সলেটর ইউজ, একাধারে মাল্টিপল পোষ্ট। জানি না আরো কিছু করতেছে নাকি। তবে উনি যদি এসব পোষ্ট করে মেরিট পায়, আমার মনে হয় না উনি এসব করা বন্ধ করবে। উনি অলরেডি পাকিস্তান থ্রেড থেকে একটা মেরিট ও পেয়েছে যা ওনাকে আরো পোষ্ট করার জন্য অনুপ্রেরনা দেবে। আমার আগের পোষ্ট এ ওনাকে সোর্স এড করতে বলেছিলাম, এখনো পোষ্ট এ সোর্স এড করেনি। আপনারা কি মনে করেন বাংলাদেশি হয়ে আরেকজন বাংলাদেশীর আইডি চান্দে পাঠানো প্রয়োজন? সবাই আসলে ২য় চান্স ডিজার্ভ করে। কিন্ত কেউ যদি তার আশে পাশে কি হচ্ছে, ওনাকে কে কি লিখছে তার পরোয়া না করে, তখন ব্যাপারটা কেমন লাগে?
বাংগালীর স্বভাব কখনোই পরিবর্তন হবে না কথা আছে না কয়লা ধুইলে ময়লা যায় না। আমি বেস কিছু বিষয় নিয়ে মাঝে মাঝে চিল্লা চিল্লি করছি কিন্তু তার পরের দিনই খেয়াল করছি যে সেগুলো আরো ঘটতেছে৷ সবাই আছে যার যার মতো পোস্ট করার ব্যাস্তে। ধৈর্য ধরে একটি পোস্টকে কখনই কেউ পড়তে চায় না। একটি বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে পোস্টের আকার বড় হইয়া যায় আর একটি বড় পোস্ট হলেই সেই পোস্ট একটু সময় নিয়া কেউ পড়ে না। আর সেই একই ভূল বাড় বাড় করতেই থাকে। এর জন্য মাঝে মাঝে রাগ হয় যে বাংলাতে আর আসবো না৷ কিন্তু দেশের টানে আবারো আইসা পরি। এখানে আসলেই মেজাজ খারাপ হইয়া যায়। আমাদের বাংলাদেশের বড় বড় অনেক একাউন্ট আছে আমি কিছু একাউন্ট চিনিও আমি তাদের নাম বলবো না। তারা এখানে আসে না এইসব কারনেই।

Z_MBFM ভাই এর পোস্টগুলো আমি খেয়াল করেছি তিনি অনেক জ্ঞানী একজন লোক। সে যদি চেষ্টা করে তাহলে ভবিষ্যতে আরো অনেক বড় র‍্যাংক অর্জন করতে পারবে। তার Full Member অতিক্রম করার জন্য তাকে Congratulation.
আমি খুব বেশি কিছু এখনো জানি না। আমি বাংলা বোর্ডের এক্টিভ মেম্বারদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী হচ্ছেন Little Mouse, Learn Bitcoin আর আপনি LDL ভাইও ভালো জ্ঞানী একজন লোক। আমি সবে মাত্র চেষ্টা করছি। তবে কতটুকু ভালো করতে পারবো আমি নিজেই এখনো কনফিউজড হে হে হে...