Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Dimitri94
on 26/08/2023, 17:54:36 UTC
⭐ Merited by Z_MBFM (1)
@Z_MBFM ভাই Congratulations 
অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলা ফোরামে যদি কয়েকজন দ্রুত ফুলমেম্বার হওয়া সদস্য থাকে তার মধ্যে আপনিও অন্যতম একজন। খুব স্বল্প সময়ে আপনি আপনার মেধা দিয়ে যে ভাবে ফুল মেম্বার হয়েছেন তা সত্যিই অনেকেরই জন্যই তা এখন অনুকরনীয়। আমরা সবাই দেখেছি যে আপনি ফুল মেম্বার হওয়ার জন্য মেরিটের রিকোয়ারমেন্ট আগেই পুর্ণ করেছেন শুধু কয়েকটি একটিভিটি বাকি ছিল। আজকে আপনার সেই কাঙ্খিত র‌্যাংকটি অর্জন হল। আপনি বাংলা লোকাল বোর্ডে নিয়মিত ছিলেন আগামিতেও থাকবেন ইনশাআল্লাহ। সর্বপরী আপনার এবং আপনার পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করছি।

Z_MBFM ভাই এর পোস্টগুলো আমি খেয়াল করেছি তিনি অনেক জ্ঞানী একজন লোক। সে যদি চেষ্টা করে তাহলে ভবিষ্যতে আরো অনেক বড় র‍্যাংক অর্জন করতে পারবে। তার Full Member অতিক্রম করার জন্য তাকে Congratulation.
আমি খুব বেশি কিছু এখনো জানি না। তবে বাংলা বোর্ডের এক্টিভ মেম্বারদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী হচ্ছেন Little Mouse, Learn Bitcoin  আর আপনি LDL ভাইও ভালো জ্ঞানী একজন লোক। আমি সবে মাত্র চেষ্টা করছি। তবে কতটুকু ভালো করতে পারবো আমি নিজেই এখনো কনফিউজড !
সত্যিকার অর্থে যারা বেশি জানে বা ভাল জানে তারা কখনই সেটিকে প্রকাশ করে না বরং তারা মনে করে তারা কিছুই জানেন না। এছাড়া উপরে যাদের কথা উল্লেখ করেছেন নিসন্দেহে তারা অনেক জ্ঞানি মানুষ। Little Mouse, Learn Bitcoin এরা বাংলা লোকাল বোর্ডের জন্য রত্ন বলা যায়। Crypto Library, LDL এদেরও তুলনা হয় না। তারা পরিশ্রমি এবং যোগ্যতা সম্পন্ন ব্যেক্তিত্ব। সেই সাথে আপনি নবাগত হলেও একজন প্রতিভাবান তা অস্বিকার করার ওয়ে নেই।