আপনি কি টপিকটি অনুবাদ করার আগে GazetaBitcoin এর অনুমতি নিয়েছেন?
আমি আসলে নেগেটিভ বা পজেটিভ কোনোটাই মিন করি নাই। এটা একটা নিউট্রাল মন্তব্য!
সিনবাদ বিগত কয়েকমাস যাবৎ বিটকয়েন প্রাইস প্রেডিকশন চ্যালেন্স দিয়ে আসছে এবং ক্লোজ প্রেডিকশন যারা করেন, তারাই মাস শেষে উইনার হিসেবে সিলেক্ট হোন।
গত মাসের প্রেডিকশন থ্রেড:
https://bitcointalk.org/index.php?topic=5461992.0চলতি মাসের প্রেডিকশন থ্রেড:
https://bitcointalk.org/index.php?topic=5465305.0[/quote]
আমার নিজেরও বিষয়টা কেমনজানি লেগেছে। ভাবলাম ভাবলাম কিছু একটা লিখবো তার আগেই learn Bitcoin ভাই পোস্ট করে দিয়েছে। আমি এবং learn Bitcoin ভাই দুজনই ই একটা প্রসেসের মাধ্যমে পার হয়ে পোস্টগুলো করার যোগ্যতা লাভ করি। যদি আপনি GazetaBitcoin ভদ্যলোকের অনুমতি ছাড়াই পোস্টটি করেন তাহলে আপনার উচিত পোস্টা ডিলিট করা বা PM এর ওনার কাছে পারমিশন চাওয়া।
আবাক হওয়া বিষয় তিনি কম রাঙ্কের কাউকে এসব কাজ করতে দেন না আপনি কিভাবে সুযোগ পেলেন আমি বুঝতেছিনা। আমি যখন তার সাথে কন্টাক্ট করি তখন আমার মেরিট, আক্টিভিটি আর পোস্টের গুন ভালো থাকায় সুযোগ দেয়। কিন্তু আপনার পোস্টে আমি কিছু বাউন্টি পোস্ট লক্ষ করেছি। আমি এখানে টোটালি কনফিউজড।