Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 05/09/2023, 15:22:41 UTC
বিটকয়েনের টাকায় অপারেশন
শুনতে অড লাগলেও বাস্তবেই এই ফোরাম অনেক মানুষের জীবনে কতটা সহায়ক হয়েছে আমরা হয়ত চিন্তাও করতে পারছি না। সিগ্নেচার ক্যাম্পেইন অনেক মানুষের ভাগ্য বদলে দিয়েছে। অনেক স্টুডেন্ট তাদের পড়াশুনার ফি দিয়েছে এই সিগ্নেচার ক্যাম্পেইন থেকে। কয়েকদিন আগে একজন বলল। আমার নিজের ক্ষেত্রেও একই। আমি যখন এমবিএ করছিলাম তখন আমি একটা প্রাইভেট কম্পানিতে জব করি। তারা যে স্যালারি দিত সেটা দিয়েই আমার নিজের খরচও ঠিক মত হত না। সিগ্নেচার ক্যাম্পেইন এ পুরো মনোযোগ দিয়ে জব ছেড়ে দিয়েছিলাম। এমবিএ শেষ করা পর্যন্ত আর জবে জয়েন করি নি।
এইরকম হাজারও মানুষ আছে যাদের ভাগ্যই বদলে দিয়েছে এই ফোরামের সিগ্নেচার ক্যাম্পেইন।
সিগ্নেচার ক্যাম্পেইন এর জন্য ফোরামের মান কমে যাচ্ছে এইটা ঠিক, কিন্তু আমার মনে হয় এডমিন থিমস শুধু মানুষের কথা ভেবেই সিগ্নেচার অফ করছে না। না হলে হয়তবা অনেক আগেই বন্ধ করে দিত।
শুনতে ভাই অড না ভালই লাগে, যত যাই বলেন এই সিগনেচার ক্যাম্পেইন গুলোর জন্যই  ফোরামের  প্রতি মেম্বার অ্যাট্রাকশন রয়েছে।  এই সিগনেচার ক্যাম্পেইন গুলো মূলত  ভালো ভালো পোস্টারদের  আরো ভালো পোস্ট করার জন্য মোটিভেশন দেয় ।   কথায় আছে মানি ইজ দা বিগ মোটিভেশন,   তবে আপনার কথাটা  যদি বলি  ম্যানেজাররা যদি তাদের করা দায়িত্বে থাকে  তাহলে  আমি মনে করি না এই সিগনেচার ক্যাম্পেইনের জন্য ফোরামের মান কমে যাবে বরং  এই দিক থেকে পোস্ট কোয়ালিটি বিবেচনা করে  পার্টিসিপেন্ট যদি বাছাই করে তাহলে প্রতিটা পার্টিসিপেন্টে চাইবে  তার পোস্ট কোয়ালিটি ভালো করার, নতুন নতুন আইডিয়া বের করবে  মেরিট পাবে  র‍্যাঙ্ক বাড়াবে।

আমার ফুল মেম্বার হওয়া থেকে শুরু করে আজকের এই পর্যন্ত   সিগনেচারের এই মোটিভেশন টাও কিন্তু আমার অনেকটা কাজে দিয়েছে  পোস্ট কোয়ালিটি ভালো করার জন্য,  কারণ Royse777   স্ত্রিক্লি   ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করে  তাতে আমার একটা প্রেসারও ছিল যে আমার ভালো পোস্ট করতে হবে।  আমি আসলে ভাই সত্যটা বলে দিলাম কারণ  আমি নিজেও মনে করি মান ইজ দা বিগ মোটিভেশন। শুরুতে যখন মোটিভেশনটা পেলাম তারপরে কাজ করার স্পৃহা  মেম্বারদের নতুন কিছু শেয়ার করার স্পৃহা  ট্রিক্স অ্যান্ড টিপস  দেওয়া শুরু  এখনো চলতেছে  সামনে আশা করি আরো  এভাবেই চালিয়ে যাব

ফোরামটা মূলত বিটকয়েন এবং ক্রিপ্টো কারেন্সি নিয়ে ডিসকাশন এর জন্য  মেম্বার গুলো একে অপরকে হেল্প করবে  আর মেম্বারদের এই কাজগুলো আরো বেশি ভালো করে করার জন্য এই সিগনেচার ক্যাম্পেন গুলো মোটিভেশন করবে।  তবে এই ক্ষেত্রে ম্যানেজারদের ভূমিকা ও রয়েছে তারা কিভাবে তাদের কাজগুলো সম্পন্ন করছে।