বাইনান্সে যারা পি টু পি তে লেনদেন করেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে সতর্ক থাকার জন্য। ধরেন আপনি যার কাছে ডলার সেল করলেন, সেই ব্যাক্তিই যদি অন্য নাম্বার থেকে আপনাকে ফোন দিয়ে বলে, দেখেন ভাই, আপনি যে বিটকয়েন ইউজ করেন, আমি সেটা জানি। আমাকে আপনি কিছু টাকা দেন, নইলে আপনার ফোন নাম্বার আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে দিয়ে বলবো আমি দেখেছি উনি বিটকয়েন লেনদেন করে। এরকম হওয়ার সম্ভাবনা কম থাকলেও, এরকম টা হলে একটা ফাপরে পড়ে যাবেন। অনলাইনে নিজের ব্যাক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।
কেউ কোনদিন এই ধরনের সমস্যায় পরছে কিনা তা জানিনা। কিন্তু আমি নিজে কখনো এই ধরনের সমস্যার সম্মুখীন হই নি। আমার মনে হয় যারা পি টু পি লেনদেনে ডলার কিনে থাকেন (বায়ার যারা) তারা কখনোই এ ধরনের কাজ করতে যাবে না। কারণ তারা যদি আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে গিয়ে আমার নাম্বার দিয়ে, যদি বলে ওনি বিটকয়েন এর সাথে জড়িত আছে। তাহলে কিন্তু সেই বায়ার ও ফেঁসে যাবে। এখন বলি কেমনে ফেঁসে যাবে, ধরে নিন আমাকে পুলিশে ধরে নিল, তখন আমিও কিন্তু বলবো এই নাম্বার থেকে আমাকে টাকা দেওয়া হয়েছে। নগদে বা বিকাশে টাকা দিলে কিন্তু অবশ্যই কিন্তু উদ্যোক্তার নাম্বার থাকে, কোন নাম্বার থেকে টাকা রিসিভ হল । তখন কিন্তু উদ্যোক্তার তথ্য ফাঁস হয়ে যাবে। একজনকে ফাঁসাতে গিয়ে বায়ার সহ সেলারও দুজনেই ফেসে যাবে।