১০০*২=২০০
৮১৯২০০*২=১৬৩৮৪০০
আমার এই জার্নির প্রথম বিনিয়োগ করা হয়েছে ✅
বিনিয়োগ- Enjin
দাম- $০.২৩৩
বিক্রয় লক্ষ্য- $০.৪৬৬
ভাই এই মুহূর্তে টাকা না থাকায় এসবে জড়ালাম না। বাট ভবিষ্যতে আপনার এই কনসেপ্টটা ট্রাই করার ইচ্ছা আছে আমার। আপনি যদি আপনার বর্তমান প্রোগ্রেস কমিউনিটির সাথে শেয়ার করতেন তাহলে আমরা অনেকে হয়তো এটা থেকে উৎসাগ পেতাম।
প্রতিটা স্টেপ সম্পুর্ন হলে আমি আগের পোস্টকে রেফারেন্স হিসেবে ধরে কোট করে আপডেট জানাবো। আমি আমার প্রথম বিনিয়োগ ENJIN এ করেছি। আশা করি এইটা খুব দ্রুত আমাকে দ্বিগুণ এনে দিবে। এরপর কিসে বিনিয়োগ করবো সেটাও এইখানে শেয়ার করবো বিস্তারিত। কেউ জয়েন হতে চাইলে হতে পারেন।
যদিও এখন আমাদের বিনিয়োগ দ্বিগুণ হতে অনেক সময় লাগছে বা লাগবে, বুল মার্কেটে সেটা খুব দ্রুত হতে পারে। আশা করছি এই বুল মার্কেটে আমরা এই টার্গেটে পৌছাতে পারবো।