Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
tjtonmoy
on 19/09/2023, 17:58:00 UTC
~কাট
অনেক সুন্দর ভাবেই বলেছেন। আমি আর একটু ভালো ভাবে এক্সপ্লেইন করার ট্রাই করি। ইমোশন ট্রেডিং হচ্ছে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া। আমরা ট্রেডিং করার সময় অনেক ডাটা বিভিন্ন উপায়ে এনালাইজ করি এবং তার উপর ভিত্তি করে মার্কেট উপরে যাবে নাকি নিচে তা নির্ধারন করি। এই নির্ধারনকৃত সিদ্ধান্তের বাইরে আবেগের বশবর্তী হয়ে লোভ অথবা ভয়ে পরে বা আগে ট্রেড ক্লোজ করা টা হচ্ছে ইমোশনাল ট্রেডিং। এইখানে দ্বিধা দ্বন্দের কিছু নেই, এইখানে আপনি এই বিষয় টি ভূল বলছেন বা এক্সপ্লেইন করতে পারেন নাই। আমরা এনালাইসিস করেই সিদ্ধান্ত নেই যে মার্কেট কোন দিকে যাবে। এই এনালাইসিস ছাড়া ট্রেড করাকে Gambling Trade বলা হয়। কারন এইটা আর জুয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। সুতরাং এ থেকে ইমোশন আসবে তার কোনো সন্দেহ নেই। এনালাইসিস এর ডাটার সাথে মিল রেখে মার্কেট কন্ডিশন এর চিন্তা না করে ডাটা থেকে পাওয়া রেজাল্ট এর সাথে মিলিয়ে ট্রেড এর ডিসিশন নেওয়া কে ইমোশন কন্ট্রল বলা হয়। অর্থাৎ ১+১=২ আগে বা পরে করলে এইটার রেজাল্ট ১ বা ৩ আসবে না। সুতরাং যেটা ফল সেটাই মানতে হবে। পরবর্তী তে কিভাবে ইমোশন কন্ট্রোল করতে হত তা নিয়ে একটা পোস্ট লিখব।

ট্রেড করা ভাই বহুৎ কঠিন ,  আগে টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস শেখার পর   তারপরেই  ট্রেডিং  এর ইমোশন কন্ট্রোল করা যাবে।

ইমোশন কন্ট্রোল আগে ভাই। কারণ আপনি সকল কিছু (টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস, ইত্যাদি) শিখলেন, কিন্তু আপনি যখন এটিকে রিয়েল লাইফে প্রয়োগ করতে যাবেন, তখন যদি আপনি ইমোশন এর শিকার হন তাহলে আপনি কখনও শেখা বিষয় এর পুরোটা প্রয়োগ করতে পারবেন না। কারণ আপনার এনলাইসিস এর সাথে ট্রেডিং এর কোনো মিল থাকবে না। এইটাই আমাদের অনেকের ভূল। আমারা ইমোশন কন্ট্রোল কে গুরুত্ব দেই না। যার ফলে আমরা নিজেদের মন মত সিদ্ধান্ত নেই এবং মনে করি এনালাইসিস ভুল।

এইজন্য আমার মতে আগে ইমোশন কন্ট্রোল এবং পরে বাকি সব। আপনি ও অনেক সুন্দর ভাবে বুঝিয়েছেন। ধন্যবাদ।