Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 19/09/2023, 19:11:41 UTC
না ভাই। আমার একটা মাত্র আইডি। আমি বান্টি ক্যাম্পেইনে যুক্ত হওয়ার সময় অন্যের Proof Copy করে Edit করে নিজের তথ্য দেই। তাহলে আমার কাজ করায় অনেক সুবিধা হয়। কিন্তু সেদিন হয়তো আমি ভুল করে Kraps ভাইয়ের আইডির Proof Copy করে Edit করার আগেই পোস্ট করে ফেলেছি। পরে তা ঠিকও করেছি। তার পরও কেন Red Trust!
আপনার বিরুদ্ধে শুধু মাল্টিপল Alt  একাউন্টের অভিযোগ আনা হয়নি   chatgpt ব্যবহার করে পোস্ট করার  অভিযোগো রয়েছে, chatgpt ইউজ করার এত ইচ্ছা থাকলে  ভালোভাবেও কিন্তু করা যায়,  আপনি কোট করে উল্লেখ করেও  দিতে পারেন।
এখন কথা হল  আপনার বিরুদ্ধে অভিযোগ গুরুতর,  আমি  আসলে এ বিষয়ে বেশি এক্সপ্লোর করিনি,  তবে আপনি যদি যথেষ্ট  প্রমাণাদি  দিতে পারেন,  তাহলে একটা টপিক ক্রিয়েট করেন  রেপুটেশন বোর্ডে।


ট্রেড করা ভাই বহুৎ কঠিন ,  আগে টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস শেখার পর   তারপরেই  ট্রেডিং  এর ইমোশন কন্ট্রোল করা যাবে।
ইমোশন কন্ট্রোল আগে ভাই। কারণ আপনি সকল কিছু (টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস, ইত্যাদি) শিখলেন, কিন্তু আপনি যখন এটিকে রিয়েল লাইফে প্রয়োগ করতে যাবেন, তখন যদি আপনি ইমোশন এর শিকার হন তাহলে আপনি কখনও শেখা বিষয় এর পুরোটা প্রয়োগ করতে পারবেন না। কারণ আপনার এনলাইসিস এর সাথে ট্রেডিং এর কোনো মিল থাকবে না। এইটাই আমাদের অনেকের ভূল। আমারা ইমোশন কন্ট্রোল কে গুরুত্ব দেই না। যার ফলে আমরা নিজেদের মন মত সিদ্ধান্ত নেই এবং মনে করি এনালাইসিস ভুল।
এইজন্য আমার মতে আগে ইমোশন কন্ট্রোল এবং পরে বাকি সব। আপনি ও অনেক সুন্দর ভাবে বুঝিয়েছেন। ধন্যবাদ।
একদম ঠিক বলছেন ভাই  ইমোশন কন্ট্রোল আগে,  তবে  ট্রেডিং এর সম্পর্কে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল নলেজ না থাকলে সে যদি ট্রেডিং করে,  তাহলে তো এটা অনেকটা জুয়া মতনই ভাবা যায় এইজন্য আর কি বললাম।
এই যে দেখেন এখানেও ইমোশন  এর ব্যাপার  যেমন ধরুন আমি ট্রেডিং সম্পর্কে খুব বেশি জানি না,  সেরকম নলেজ নাই  তারপরও আমি ট্রেডিং করতে যাচ্ছি ,  এখানেও তো ইমোশন কন্ট্রোল এর ব্যাপার আছে,  আগে আমাকে ট্রেডিং সম্পর্কে জানতে হবে এর মেকানিজম গুলো  এক্সপ্লোর করতে হবে তারপরেই তো আমি ট্রেডিং করতে পারব,  তা না হলে নিচের  টাকলু  বাবার মতন  অবস্থা হওয়া ছাড়া আর উপায় নেই.