বাংলাদেশের যে বিষয় নিয়েই কথা বলতে যায়, আমি কোথাও না কোথাও থেকে সেটা যেনেই বলি আবার নিজের মতো করেও বলার চেস্টা করি, এখানে নিজের মতো করে লেখার পরেও কিছু অংশ মিলে যেতে পারে বা যায় অনেক সময়, এগুলার সোর্স বা ক্রেডিট কিভাবেব দেয়া যায়?? দয়া করে জানাবেন সবাই।
ভাই, লেখার মিল পাওয়া আর হুবহু মিল পাওয়া ভিন্ন জিনিস। ফোরামে কপি পেষ্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ। এখন আপনি যদি বলেন আমি কপি করবো না বরং দেখে দেখে লিখে পোষ্ট করবো। ব্যপারটা ঘুরে ফিরে একই এসে দাড়ালো। এখন কথা হচ্ছে নিজের মতো করে লেখা কিন্তু টপিক একই। এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি আপনার নিজের মতো করে লিখে পোষ্ট করবেন এতে করে কোনো সোর্স দেয়ার প্রয়োজন নেই। আর এই যে প্রতি পোষ্ট এর নিতে লেখেন নিজের মতো করে লেখা, কোনো মিল পেলে বলবেন সোর্স এড করে দেবো। এটা লেখার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।
তাদের দুজনের কর্মকাণ্ড কী ঠিক হইছে বলে মনে করেন সিনিয়র ভাইয়েদের মতামত চাই?
যে কেউ তাদের ইচ্ছা মতো যেকোনো ভাসায় পোষ্ট পোষ্ট করতে পারে। এত করে কোনো সমস্যা নেই। আমিও পাকিস্তান থ্রেডে এবং ইন্ডিয়ান বোর্ড এ পোষ্ট করেছি। এখানে মূল ব্যাপার হলো আপনি যেখানে পোষ্ট করছেন, আপনি সেখানের ভাষা জানেন কি না। আপনি যদি ভাষা জানেন, তাহলে পোষ্ট করতে পারেন। আর যদি আপনি কোনো ট্রান্সলেটর ব্যাবহার করেন যেটা ফোরামে নিষিদ্ধ, তাহলে আপনি রুলস ভায়োলেট করবেন।