Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
tjtonmoy
on 23/09/2023, 14:20:18 UTC
আমি কালকে রাত্রে অ্যাকাউন্ট টা খুলেছি আর আমি নতুন আমি কিছুই বুঝি নাই আর আমি কিছু বুঝতে পারি নাই এজন্যই আমি এইভাবে কাজগুলো করেছি এখন থেকে আমি শিক্ষা পেলাম আর নেক্সট টাইম আর কোন ভুল করবোনা |
কাল রাতে একাউন্ট খুলে আপানার প্রথম কাজ ছিলো মেরিট এর জন্য ভিক্ষা করা? নতুন বলে কিছু বুঝতে পারেন নাই বললেই কি সবাই মেনে নিবে? সবাই কি এতই বোকা? অন্য কিছু বোঝেন না কিন্তু মেরিট কি জিনিশ সেইটা ভালোই বোঝেন? বলার থেকে কাজ এর মাধ্যমে করে দেখান। আপনি যে ট্যাগ খাইছেন আপনার এক্টিভিটি অবশ্যই নজরদারীতে রাখা হবে। পরবর্তীতে কিন্তু হয় ব্যান নইলে রেড ট্যাগ খাবেন। আর লাস্ট একটা উপদেশ দিতে চাই। আপনার ইংরেজি একটু ইম্প্রুভ করুন।

বাংলাদেশের যে বিষয় নিয়েই কথা বলতে যায়, আমি কোথাও না কোথাও থেকে সেটা যেনেই বলি আবার নিজের মতো করেও বলার চেস্টা করি, এখানে নিজের মতো করে লেখার পরেও কিছু অংশ মিলে যেতে পারে বা যায় অনেক সময়, এগুলার সোর্স বা ক্রেডিট কিভাবেব দেয়া যায়?? দয়া করে জানাবেন সবাই।

আমি ভাত খাবো কারন আমার ক্ষুদা লেগেছে।
আমি ভাত খাবো কারন আমার ক্ষুদা লেগেছে। - কপি পেস্ট

আমি ভাত খাবো কারন আমার ক্ষুদা লেগেছে।
আমার ক্ষুদা লেগেছে তাই আমি ভাত খাবো। - নিজের মত করে লেখা

নিজের মত করে লেখা কে কপি পেস্ট বলা হয় না। আপনি হুবহু যদি কপি পেস্ট করেন তাহলে ওইটা কোট করে দিতে হবে এবং নিচে সোর্স দিতে হবে। অথবা শুধু সোর্স দিলেও চলবে।
আপনি যদি মনে করেন যে সোর্স দিবেন সেক্ষেত্রে দিতে পারেন। এতে বাধা ধরা কোনো নিয়ম নেই। আর নিজের মত করে লিখলে না দিলেও চলে।
Information collected from this Source. এইভাবে ও দিতে পারেন। সেক্ষেত্রে সোর্স লিঙ্ক থকাতে হবে। না থাকলে দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। সে ক্ষেত্রে আপনি উল্লেখ করতে পারেন যে কালেক্টেড [সোর্সঃ অজানা] / collected [Source: N/A]