আগস্ট মাসের পোস্টগুলা পড়তে যেয়ে, আমি বেশ কিছু ভালো ভালো পোস্ট লিঙ্ক স্টোর করে রেখেছি। নিচে সেই পোষ্ট গুলার একটা তালিকা তৈরি করা হলো আমার মনে হয়, এই পোস্টগুলা আরো বেশি মেরিট ডিজার্ভ করে কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণ মেরিট না থাকায় আমি কাউকে মেরিট দিতে পারছি না। এটা মানতে বাধ্য হলাম যে, ভালো ভালো পোস্ট অবশ্যই ভালো কিছু ডিজার্ভ করে। আগস্ট মাসের সবচেয়ে বেশি মেরিট হান্টিং এবং মেরিটেরিয়াস পোস্ট এর একটি লিস্ট করা হলো। @2Pizza410000BTC ভাইয়ের পোস্টটি সবচেয়ে বেশি মেরিট হান্ট করতে পেরেছে। আমার পক্ষ থেকে @2Pizza410000BTC ভাইকে শুভেচ্ছা ও সাধুবাদ জানাই এবং ফোরামে নতুন হিসেবে @Talevin1234 ভাইকেও আমি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তার পোস্টে আমার দৃষ্টি আকর্ষণ করেছে।
সবচেয়ে বেশি মেরিট হান্টিং পোস্ট থেকে তুলনামূলক কম মেরিট হান্টিং পোস্টের তালিকা তৈরি করা হলো।
1.
@2Pizza410000BTC -
লোকাল বোর্ডের পোস্ট -
10 merit:
https://bitcointalk.org/index.php?topic=631891.msg62729101#msg62729101বাংলা কমিউনিটিতে কনস্ট্রাক্টিভ ও উপকারী পোস্টগুলো ক্যাটাগোরিভিত্তিক সাজানোর আইডিয়াটি কিন্তু আমরা @roksana.hee এই ভাইয়ের কাছ থেকে পেয়েছি। তাই তাকে আমি আইডিয়ার অগ্রদূত হিসাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অনেক সময় ক্লাসের সবচেয়ে দুর্বল মেধাবী ছাত্রদের কাছ থেকেও আমরা ভালো কিছু শিখতে পারি এটাই সেই উদাহরণের প্রমাণ। আমরা হয়তো তাকে এখন মূল্যায়ন করছি না যখন আমরা এই ক্যাটাগরি ভিত্তিক আইডিয়াটা পরবর্তীতে এই কমিউনিটিতে কাজে লাগাবো তখন এর গুরুত্ব সম্পর্কে জানতে পারবো। যাহোক আইডিয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা যদি তুর্কি, ইন্দোনেশিয়ান, রাশিয়ান , নাইজেরিয়ান ইত্যাদি লোকাল বোর্ড গুলোতে খেয়াল করি তাহলে আমরা এই ক্যাটাগরি ভিত্তিক পোস্টগুলো দেখতে পাবো। তারা ভালো ভালো কনস্ট্রাক্টিভ পোস্টগুলো তাদের কমিউনিটিতে শেয়ার করে যা থেকে পরবর্তীতে তারা জ্ঞানমূলক কিছু অনুশীলন শিখতে পারে। আমাদের এই আইডিয়াটা কাজে লাগালে আমরা হয়তো আমাদের কমিউনিটিকে আরেকটু ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো।
অন্যান্য লোকাল বোর্ডগুলোতে ক্যাটেগরিভিত্তিক পোস্টগুলোর অ্যারেন্জমেন্ট
ইন্দোনেশিয়ান:
Re: [HELP]Bantuan untuk menaikkan Rank (Newbie s.d Hero) V.2 [UPDATE]@roksana.hee অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
এরকম আরো মূল্যবান আইডিয়া দিয়ে ফোরামের সার্বিক উন্নয়নে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা কামনা করছি।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা যাপন করছি @LDL ভাইয়ের প্রতি। আসলে আমি অনেকদিন ধরেই এটা নিয়ে রিসার্চ করতেছি। আমি ইতিমধ্যে আমাদের বাংলাদেশ লোকাল থ্রেডের প্রথম পৃষ্ঠা থেকে ১৫০ পৃষ্ঠা পর্যন্ত ভালো কনস্ট্রাক্টিভ এবং ভালো পোস্টগুলা ফাইন্ড আউট করে ফেলেছি। আমি বেশ কিছুদিন যাবত অসুস্থ থাকার কারণে এবং আমার ল্যাপটপ এর সমস্যা হওয়ার কারণে কাজ করতে পারিনি। মাঝখানে এই দুইটা মাস যদি আমি কাজ করতে পারতাম তাহলে দুই মাস আগেই আমি আমার ব্যাঙ্ক করতে পারতাম। আমার পরেও অ্যাকাউন্ট ক্রিয়েট করে অনেকেই ব্যাঙ্ক করে ফেলেছে। আমি তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি অচিরেই প্রথম পেজ থেকে ৪৪০ নাম্বার পেজ পর্যন্ত যত কনস্ট্রাক্টিভ পোস্ট আছে তার মাস ওয়াইজ একটা করে পোস্ট করে দিব। আশা করি, আমার এই কাজে