PGP নিয়ে এই পোষ্ট টা আপনারা অনেকেই হয়তো পড়েছেন। আমিও পড়েছি। তবে আমি কখনো পিজিপি ব্যাবহার করিনি। কাল রাতে টুল্স ইনস্টল করেছি এবং ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেষ্টিং মনে হয়েছে। মজার ব্যাপার হলো আপনি পাবলিকলি আপনার পিজিপি মেসেজ টি পোষ্ট করছেন, কিন্তু যাকে উদ্দেশ্য করে পোষ্ট করেছেন, মানে যাকে রিসিপিয়েন্ট হিসেবে দিয়েছেন, সেই ব্যাক্তি ছাড়া এই মেসেজ আর কেউ ডিক্রিপ্ট করতে পারবে না। দারুন না ব্যাপারটা? এই ব্যাপারে একটা বিস্তারিত পোষ্ট করবো কি?
এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যা আমাদের সকলের জানা উচিত। এইটার বিস্তারিত গাইডলাইন এবং কেন প্রয়োজন সেটা নিয়ে লিখতে পারেন। আশা করছি অল্প কিছু মানুষ হলেও এইটা নিয়ে আগ্রহী হবে।
অবশ্যই তাদের জন্য সরকার ইতোমধ্যেই ১০% ট্যাক্স ধার্য করেছেন।
আমি যতদুর জানি এইটা ভুয়া। ফ্রিল্যান্সিং ইনকামের উপরে এইরকম কোন কর ধার্য করা হয় নি।