Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: কিছু পোস্ট
by
HelliumZ
on 30/09/2023, 15:31:36 UTC
⭐ Merited by Bitcoin_people (1)
অবশ্যই তাদের জন্য সরকার ইতোমধ্যেই ১০% ট্যাক্স ধার্য করেছেন।
আমি যতদুর জানি এইটা ভুয়া। ফ্রিল্যান্সিং ইনকামের উপরে এইরকম কোন কর ধার্য করা হয় নি।



ফ্রিল্যান্সারদের রেমিট্যান্স থেকে দিতে হবে ১০ শতাংশ কর।

Quote
আয়কর আইন, ২০২৩ এর ১২৪ ধারা অনুযায়ী সেবা, রেভিনিউ শেয়ারিং বাবদ পাওয়া রেমিট্যান্সের ওপর উৎসে কর আদায় করতে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়জিত অনুমোদিত ডিলার ব্যাংককে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের পরিচালক (এফইপিডি) মো. সরোয়ার হোসেন গতকাল বুধবার এ নির্দেশনা দেন।

জাতীয় রাজস্ব আহরণের স্বার্থে নির্দেশনাটি যথাযথভাবে পরিপালন করতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনা চেয়ে গত ১২ সেপ্টেম্বর কর কমিশনারের কার্যলয় থেকে চিঠি দেওয়া হয়েছিল।

তাতে বলা হয়, বিদেশে থেকে পাঠানো অর্থ ব্যক্তির হিসাবে পরিশোধ করার আগে জমাকৃত অর্থের ও ১০ শতাংশ হারে উৎসে কর কেটে নেওয়ার বিধান করা হয়েছে। কর বাবদ কেটে নেওয়া অর্থ ব্যাংক ঢাকার কর অঞ্চল-১১ এর অনুকূলে নিয়ম অনুযায়ী জমা দেবে।

সোর্সঃ The Daily Star Bangla





এইটা বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন। এখানে দেখুন। 


এটা হচ্ছে মুল যে চিঠি বা প্রজ্ঞাপন,

ভাই The Daily Star একেবারে কোনো ফেইক নিউজ সহজে করেনা এখনো এটা নিয়ে কেউ কোনো কথা বলেনি, কালকে কয়েকজন (ট্যাক্স কর্মকর্তা) এটা ভুয়া বলেছিলো এবং ফেইসবুকে পোস্ট করেছিলো অনেকেই রেফারেন্স হিসেবে যখন মুল চিঠি টি কমেন্ট করে পরে তারা কোনো যোক্তিক উত্তর না দিতে পেরে পোস্ট ডিলেট করে দিয়েছে ।



এখন যদি আপনি এটা দেখেন তাহলে বাংলাদেশ ব্যাংকের যে প্রজ্ঞাপন সেটার সাথে সাংঘ্ররশিক।

আমরা যা সাধারনত জেনে থাকি যে সর্বশেষ প্রজ্ঞাপনই হলো চূড়ান্ত প্রজ্ঞাপন তাহলে ১০% দেয়া লাগবে, আর ফ্রিল্যান্সার আইডি কার্ড ও অন্য কোনো উপায়ে যদি আবার প্রজ্ঞাপন দেয় তাহলে সেটা বাদ যাবে।

তবে এখন পর্জন্ত ১০% শতাংশ দেয়া লাগবেনা এটার পক্ষে সঠিক কেউ কোনো উত্তর দেয়নি। আমাদেরকে হয়তো আগামি কালকে পর্জন্ত অপেক্ষা করতে হবে প্রেস ব্রিফিং এর জন্যে।

ধন্যবাদ ।
আসলে কোনটি বিশ্বাস করব এটাও ভেবে পাচ্ছি না তবে এ কথা সত্য যে সরকার বৈদেশিক রেমিটেন্স এর উপরে ১০% কর ধার্য করেছে কিন্তু সেটা যে ফ্রিল্যান্সারদের উপরে এই শিরোনামটি মিথ্যা।
আজকে শনিবার ৩০ শে সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক একথা নিশ্চিত করেছেন যে ফ্রিল্যান্সারদের উপরে ১০% কর কার্যকর করা হয়নি বা এই সংবাদটি মিথ্যা।
 


তবে একটি বিশেষ সেবা খাত যেখানে বৈদেশিক পণ্য জাহাজ বা শিপিং লাইনে পরিবহন করলে যে পরিমাণ আয় হবে সে আয়ের উপর একপ্রকারের অর্থাৎ ১০% কর ধার্য করা হয়েছে। এখানে কোন অবস্থাতেই ফ্রিল্যান্সারদের উপর ১০% করের কথা বলা হয়নি। আমরা প্রথমে নিউজটি পড়ে এরকমটি বুঝেছিলাম যে হয়তো বাংলাদেশ সরকার ফ্রিল্যান্সারদের আয়ের উপর ১০% কর ধার্যকর করেছে। কিন্তু পরবর্তীতে বিভিন্ন পত্রিকাতেও শিরোনামে ফ্রিল্যান্সারদের উপর 10% কর ধার্যকর কথা ঢালাওভাবে প্রচার করে কিন্তু আমরা পরবর্তীতে ফ্রিল্যান্সারদের উপর কর ধার্যকর হয়নি সেই নিউজটিও পেলাম।