Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
roksana.hee
on 03/10/2023, 05:15:11 UTC
⭐ Merited by LDL (1)
বিটকয়েনের টাকায় অপারেশন

আজকে এই মূল্যবান কারেন্সি আছে বলেই আমি আমার স্ত্রীর পিত্তথলির অপারেশনের টাকা ম্যানেজ করতে পারলাম। বেশ কয়েকদিন যাবত হাসপাতালের এদিক-ওদিক দৌড়াতে দৌড়াতে আজ সিদ্ধান্ত হইলো অপারেশন করতেই হবে। বেশ কয়েক সপ্তাহ ধরে সিগনেচার ক্যাম্পেইনের টাকা সঞ্চয় করে আজ ডাক্তার অপারেশন করার সিদ্ধান্ত জানিয়ে দিবে এবং আগামী শুক্রবারে অপারেশন হতেই হবে। তো আজ যদি এই সিগনেচার ক্যাম্পেইনের বিটকয়েন না থাকতো তাহলে হয়তো আমার জন্য কষ্ট হতো অপারেশনের টাকা ম্যানেজ করতে। ৪৫ হাজার টাকা লাগবে অপারেশন করতে যেটা আমি সিগনেচার ক্যাম্পেইনের সন্ঞয় করা বিটকয়েন বিক্রি করে দিয়ে ম্যানেজ করে ফেলেছি।
আজ আমি এই বিটকয়েন ফোরাম আছে বলেই হয়তো এই ব্যাকআপ টুকু পেলাম।

গত মাসের সবগুলা পোস্ট রিভাইস করতে যেয়ে, এই পোস্টে আমার চোখ এবং কন্সেন্ট্রেশন আটকে গেল। আমি @LDL ভাইকে সাধুবাদ জানাই। আল্লাহ আপনার দীর্ঘায়ু দান করুন এবং সবসময় ফ্যামিলির পাশে থেকে একজন দায়িত্বশীল পুরুষ হিসেবে নিজের কার্য সম্পদন করুন। সৎ পথে ইনকাম করা টাকা দিয়ে আপনি আপনার স্ত্রীর অপারেশন করেছেন। আলহামদুলিল্লাহ ভাই। আর এই সৎপথের ইনকামের টাকাটা আপনি পেয়েছেন বিটকয়েন সিগনেচার ক্যাম্পেইনের মাধ্যমে। এটা সত্যি ভাই, যে আপনি, এবং আপনার মত আরো অনেকেই বিটকয়েন সিগনেচার ক্যাম্পেইনের টাকা দিয়ে নিজের জীবিকা নির্বাহ করতেছেন। সব ভাইদের প্রতি শুভকামনা। আল্লাহ সবাইকে সৎ পথে ইনকাম করার তৌফিক দান করুন আমীন।



সিগ্নেচার ক্যাম্পেইন এর জন্য ফোরামের মান কমে যাচ্ছে এইটা ঠিক, কিন্তু আমার মনে হয় এডমিন থিমস শুধু মানুষের কথা ভেবেই সিগ্নেচার অফ করছে না। না হলে হয়তবা অনেক আগেই বন্ধ করে দিত।

আমি @Little Mouse ভাইয়ের কথায় একমত পোষণ করছি। আমারও ঠিক তাই মনে হয়, যে এডমিন থিমস সিগনেচার ক্যাম্পেইন অফ করতেছে না শুধুমাত্র অনেক বেকার যুবকদের কথা চিন্তা করে। থিমস আসলে একটা সহযোগিতার হাত উন্মুক্ত করে রেখেছেন বেকার যুবকদের জন্য। বিটকয়েনটক ফোরামের জন্য সিগনেচার ক্যাম্পেইন একটা আশীর্বাদ স্বরূপ। আমি বাঙ্গালীদের পাশাপাশি সারা বিশ্বের অন্যান্য ভাষাভাষী মানুষদের প্রতি বলতে চাই যে, সিগনেচার ক্যাম্পেইনের অ্যাবিউজটা যেন না হয়।পরিশেষে, এডমিন থিমস এর প্রতি শুভকামনা।

বেকারত্বের জ্বালা বা বেকারত্বের অভিশাপ কতটা ভয়ংকর অভিশাপ, যে বেকার যুবক সেই ভালো বুঝতে পারবেন। আর কোম্পানির জব করে যে নিজেকে টিকিয়ে রাখার পাশাপাশি ফ্যামিলিকে টিকিয়ে রাখা বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জিং প্রফেশন।