তার একটা ভিডিও বার্তায় শোনলাম তিনি বলছেন যে আপনারা গুজবে কান দিয়ে আমাদের সরকার এবং একটা মন্ত্রনালয়কে দোষ দেয়া ঠিক হচ্ছে না। আপনারা যাচাই বাছাই না করে গুজবে কান দিয়ে সরকার এবং আমাকে কথা শোনাচ্ছেন। এখন ব্যাপার হলো বাংলাদেশের প্রথম সারির টিভি মিডিয়া এবং অনলাইন মিডিয়াগুলো যদি গজব ছড়াতে সাহায্য করে, সেখানে সাধারন মানুষকে দোষ দিয়ে কি লাভ? তারা তো নিউজ থেকে দেখেই সমালোচনা করছে।
এইটা একটা সিন্ডিকেট, যেই সিন্ডিকেট ঈদের পরে আন্দোলনের ডাক দেয়, যেই সিন্ডিকেট বলে আগামী এক মাসের মধ্যে দেশ শ্রীলঙ্কার মত দেউলিয়া হয়ে যাবে। তারা এখনো একই প্রপাগান্ডা ছাড়ানোর চেষ্টা করছে। আমি এইবারের কাহিনী নিজ চোখে দেখেছি।
Syndicate আবার কি ভাই? পুরাটাই foreign funding এ বিরোধী রাজনৈতিক দলের চক্রান্ত। পয়সা দিয়ে media তে propaganda করছে।