--
---
----
---
আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভাইয়েরা আমার। বিপদের সময়ে আসলে যেটা দরকার হয়, সেটা হলো সাহস আর দোয়া। আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রত্যাশি আমার পরিবারের জন্য। কালকে সারা রাত মেয়েকে আমার কোলে নিয়ে বসে ছিলাম। আমার ওয়াইফ তো বড় মানুষ, সে ব্যাথা সহ্য করে থাকতে পারে। কিন্তু আমার ২ বছরের অবুঝ বাচ্চা তো কষ্ট সইতে পারছে না। চোখের সামনে এরকম আপন জনের রক্ত দেখে কেউ সইতে পারে না। সারা রাত মেয়ে থেমে থেমে কান্না করেছে। আমার কোলে ছাড়া কোথাও থাকতে চাচ্ছে না। কিছু করতেও পারছি না। আবার বেচে থাকতে হলে টাকার প্রয়োজন, একটু কাজ না করলেও হচ্ছে না। সব দিক থেকেই যেনো প্রয়োজনীয়তা টানছে।