চরম একটা হিপোক্রেসি দেখতে পারলাম যদিও আমার মনে হয় না এটা এই ক্রিপ্টো কারেন্সি জগতে নতুন, এর আগেও ভিন্ন ভিন্ন ভাবে এরকম ভাবে ক্রিপ্টো কারেন্সি প্রাইস ম্যানুপুলেট করার চেষ্টা করেছে। আমি বুঝলাম না এত বড় বড় প্ল্যাটফর্ম গুলো আসলেই কেউ অনিচ্ছাকৃতভাবে এইসব ভুলগুলো করে? তাও আবার ৪৫ মিনিট পর ডিলিট করেছে

যাই হোক পড়েছে সে তারা ক্ষমা চেয়েছে, ক্ষমা চেয়েই কি পার পেয়ে যাবে?

এইটা কোন সাধারণ ভুল হলো?
এত বড় একটি জনপ্রিয় ম্যাগাজিন এরকম সাধারণ ভুল করলে তা সহজে মেনে নেওয়া যাবে? যেখানে SEC ওয়েবসাইটে লেখা আছে কোন প্রকার ইটিএফ এপ্রুভ করা হয়নি অথচ CT(Coin Telegraph) কি এনাউন্সমেন্ট দেখে তার নিউজফিডে এরকম একটি অবাস্তব খবর প্রচার করলেন। খুব সম্ভবত যে সকল ট্রেডার ও বিনিয়োগকারীরা লোকসান খেয়েছেন তারা আইনের আশ্রয় নিতে বাধ্য হবে। এত সহজে পার পেয়ে যেতে পারবে না। কিছু কিছু ক্ষমা চাইলে ক্ষমা করা যায় না বরং এর ক্ষেত্রে অবশ্যই খেসারত দিতে হবে।
এখন ব্যাপার হলো এদর বিরুদ্ধে কে ব্যাবস্থা নেবে? বেশিরভাগ সময় এসব যে হয়েছে, অনেক ট্রেডার এটা জানেই না। অনেকেই বুঝতেই পারেনি মারকেটে এতা বড় মুভমেন্ট হওয়ার কারন কি ছিলো। যারা হুট করে বায় করেছে, তারাই কিন্তু আবার সেল করেছে। মাঝখান থেকে লাভ/লস করলো ফিউচার ট্রেডার রা। অনেকে প্রফিট করেছে, আবার অনেকের ব্যালেন্স লিকুইডেটেড হয়ে গেছে। এর মধ্যে অনেকে কয়েন টেলিগ্রাফের এই কাহিনি হয়তো দেখেই নাই।
তবে যারা ট্রেডিং এ সতর্ক, যারা টেক প্রফিট/স্টপ লস ব্যাবহার করে, তারা হয়তো বেচে গেছে আশা করি। আমি এর আগে একবার শুনেছিলাম যে অনেক বেশি ট্রেড যদি ওপেন থাকে, তখন নাকি এক্সচেন্জ নিজেই বড় আকারের ট্রেড নিয়ে মারকেট ম্যানুপুলেট করে ইউজারদের ব্যালেন্স লিকুইডেটেড করে দেয়। আপনি তো জানবেন ই না যে কে বড় বড় পজিশন ওপেন করলো।