আমার কথা হল ট্রেডিংই পারি না আবার ফিউচার ট্রেডিং। ব্যক্তিগতভাবে আসলে আমার ফিউচার ট্রেডিংকে আগে থেকেই কেন জানি ভালো লাগেনা, এই জন্য ছোটখাট যা ট্রেডিং করি সব স্পট ট্রেডিংই হয়ে থাকে।
ফিউচার ট্রেড করা আর জুয়া খেলা প্রায় একই রকম। যার কারণে অনেক আলেমগণ সকল ট্রেডিং কেই হারাম বলে ব্যাখ্যা দিচ্ছে। যদিও আমার মতে সকল প্রকার ট্রেডিং কোন ভাবেই হারাম না। তে আমি অল্প কিছুদিনের জন্য বাইনারি ট্রেডিং করেছিলাম যেটা আসলে সরাসরি জুয়ার মতো। আপনি কিছুই জানেন না, বাইনারি ডিজিট প্রতি সেকেন্ড এ চেঞ্জ হচ্ছে, ১ মিনিট, ২ মিনিট, ৫ মিনিটের ট্রেড হচ্ছে। সারাক্ষণ ধরে আপনি পজিশন ধরে রাখার পর শেষ সেকেন্ডে এসে আপনার ট্রেড লয় হয়ে গেলো। ব্যাপার না সেটা কতোটুকু ডাউন হলো, আপনার পুরা এমাউন্ট টাই লস। আর স্পট ট্রেডিং এ তো ব্যাপার টা এমন না। আপনি ১০ % করলে আপনার ততটুকুই লস হবে। এখানে আপনার পুরা এমাউন্ট চলে যাওয়ার ভয় নাই। যাই হোক, কেউ একজন বাইনারি ট্রেড সম্পর্কে জানার জন্য আমাকে ম্যানশন করেছিলো, আমি আসলে তেমন কিছু জানি না। জানলে শেয়ার করতাম।
অবশ্যই ভাই আমিও এই ব্যাপারটা এভাবে দেখি যে জুয়া আর ফিউচার ট্রেডিং একই রকম এবং এই দুটো জিনিস হারাম, তবে আমার মতে স্পট ট্রেডিং হারাম নয়। মূলত আমি এর আগে অনেক ফিউচার ট্রেডিং করেছি এবং বেশিরভাগ সময় লসের সম্মুখীন হয়েছি। যেখানে ফিউচার ট্রেডিং করে প্রতিদিন ৩০-৪০ ডলার উপার্জন করতাম শেষে দেখা দুই তিন দিন পর আমার যতগুলো ডলার ছিল সবগুলো লস খেয়ে বসে থাকতাম। বিশ্বাস করেন ভাই আমি আজ পর্যন্ত ফিউচার ট্রেডিং এ গিয়ে লস ছাড়া লাভ করতে পারিনি, যে লাভ করেছি তার চার গুণ হারিয়েছি। যখনই আমি ট্রেডিং নিয়েছি তখনই মার্কেট আমার বিপরীতে কাজ করেছে

শুনলে অবশ্য হাস্যকর মনে হলেও এটাই সত্য প্রচুর ডলার হারিয়েছি এই ফিউচার ট্রেডিং করে। তাছাড়া স্পট ট্রেডিং করেও ভালো পরিমাণ অর্থ হারিয়েছি, প্রায় এক বছর যাবত স্পটে কিছু পরিমাণ মেট্রিক কিনে রেখেছিলাম সেখানে প্রায় অর্ধেকের মত লসে রয়েছি এখনো। এর আগেও আমি অনেকবার লস খেয়েছি এফটিএক্স থেকে লুনা থেকে, জীবনে ট্রেডিং করে অনেক লস খেয়েছি তবে লাভ করেছি কিন্তু লাভের চেয়ে দ্বিগুণ পরিমাণ লস খেয়েছি। আসলে ট্রেডিং বিষয় এতটা ধারণা নেই তবে স্পট ট্রেডিং করলে, একটা আশা থাকে হয়তো কোন একদিন এর দাম বৃদ্ধি পেতে পারে। তবে ফিউচার ট্রেডিংয়ে এই বিষয়টি হয় না বরং সব অর্থ হারাতে হয় মুহূর্তের মধ্যেই সব আশা ভরসা চলে যায় কয়েক মিনিটের মধ্যে।