আমরা যারা ক্রিপ্টো ট্রেডিং করি, তাদের সব সময় আবেগ কে নিয়ন্ত্রণ করা দরকার, কারন আপনি যদি আবেগ নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি ক্রিপ্টো তে অনেক ক্ষতিতে পরবেন আবেগ নিয়ে ট্রেড না করে বাস্তববাদী হয়ে ট্রেড করার চেষ্টা করুন -
- অতিরিক্ত লাভের আশা করা যাবে না যে আপনি একটা কয়েনে ইনভেস্ট করেই ধনী হয়ে যাবেন
- ধরেন আপনি কোন একটা কয়েনে এন্ট্রি নিয়েছেন কোন কারনে মার্কেট কিছুটা নিচে চলে গেল সেটা দেখে ভয় না পেয়ে বা আবেগেরবশত না হয়ে আপনি আগে ওই টোকেনটা কন্ডিশন দেখেন এটা কি কন্ডিশনে আছে তার পরে ঠান্ডা মাথায় সিদ্দ্যান্ত নেন ।
- কোন কয়েন বা টোকেন এ ইনভেস্ট করার পরে সেটা বারে বারে দেখা থেকে বিরত থাকুন আপনি একটা নির্দিষ্ট টার্গেট দিয়ে সেল অর্ডার বসিয়ে রাখুন
- মার্কেটের কন্ডিশন বুজে ট্রেড করুন হুটহাট কারো কথায় আবেগের বসে ইনভেস্ট করে বসবেন না
আমরা যারা ক্রিপ্টো ট্রেডিং করি আবেগ দিয়ে যারা ক্রিপ্টো ট্রেডিং করা যাবে না কারণ আমরা যদি আবেগ দিয়ে ট্রেডিং করার চেষ্টা করি তাহলে আমাদের সিদ্ধান্তটা সঠিক হবে না। আমরা যখন কোন কিছুতে ট্রেডিং করার জন্য চিন্তা ভাবনা করি তাহলে আমরা যদি বেশি আবেগপ্রবণতা হয়ে পড়ি সেটাও আমাদের জন্য অনেকটা ক্ষতিকর । ট্রেডিং করতে গেলে আবেগ বা ভয় পেলে চলবে না আমাদেরকে অনেক সতর্কতার সঙ্গে ট্রেডিং করতে হবে। আমরা যদি কোন কিছু ট্রেডিং করি অতিরক্ত লাভের আশা করা যাবে না যেমন আমি ও কয়েন ইনভেস্ট করলাম এটা করার জন্য আমি কোটিপতি হয়ে যাবে এরকম মনোভাব রাখা যাবে না। যদি এরকম মনোনিবেশ নিয়ে আমরা কোন কিছুতে ট্রেডিং করি তাহলে ব্যবসা করতে গেলে ঝুকি তো থাকবে সেটা আমাদেরকে মেনে নিতে হবে কিন্তু সব সময় যে আমি এই মনোভাব নিয়ে ব্যবসা করলে ক্ষতি হয়ে যায়।