Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
HelliumZ
on 21/10/2023, 09:13:13 UTC
⭐ Merited by Essential10 (1)

OP কে রিকোয়েস্ট করব আমাদের এই কমিউনিটি থ্রেডের নাম চেঞ্জ করে " অনুবাদের বাংলাদেশ" দেওয়ার জন্য।


নিউজ কপি পেষ্ট এর বাংলাদেশ দিলেও মন্দ হবে না। এগুলো নিয়ে গ্লোবালে অলরেডি আলোচনা হচ্ছে।
ছোট হয়ে আপনাদের সবার উদ্দেশ্যে বলছি আমাদের কমিউনিটির নাম চেঞ্জ করতে হবে না বরং এখানে সকল গঠনমূলক আলোচনা করায় যাবে।
যেহেতু এখানে বাংলাদেশ লোকাল লেখা এখানে আমরা বাংলাদেশের যাবতীয় জিনিস নিয়ে আলোচনা করতে পারব। যেহেতু বাংলাদেশে বিটকয়েন বৈধতা পায়নি সেও তো এখানে বিটকয়েন নিয়ে খুব একটা বেশি আলোচনা করা সম্ভব নয়। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যা ঘটবে সেটাই নিউজ আকারে প্রকাশ করব। আমাদের দেশে তো আর বিটকয়েন নিয়ে আলোচনা হয় না তাই আমরা খুব একটা বিটকয়েনের উপর গঠনমূলক বাংলাদেশী আলোচনা এখানে করতে পারবো না।
তবে নিউজ শেয়ার যদি গঠনমূলক হয় তবে আলোচনা করা যাবে। এখানে বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন রাজনীতি অর্থনৈতিক সমস্যা চলমান ঘটনা পরিবর্তনশীল কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করা যেতে পারে। অন্যান্য লোকাল বোর্ডে ও রাজনৈতিক চলমান সংকট নিয়ে আলোচনা করতে দেখা যায়।
কনস্ট্রাক্টিভ ভালো উপকারী অনুবাদ মূলক পোস্ট হলেও এখানে কোন সমস্যা নেই কিন্তু সেই অনুবাদগুলো হতে হবে মাসে অথবা 15 দিনে বা সপ্তাহে একদিন কিন্তু প্রতিনিয়ত এরকম অনুবাদ আসলে আসলে একটু বিরক্তি কর লাগে যা নিউজ শেয়ার এর মতোই মনে হয়।
যদি এখানে অনুবাদ মূলক পোস্টগুলো নিয়ে আলোচনা করা হয় তাহলে এখানে সকল প্রকার আলোচনা করাও যাবে। কেননা বাংলাদেশ থ্রেড শুধুমাত্র বিটকয়েন নিয়ে সীমাবদ্ধ থাকবে না এখানে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করা যাবে। মাঝেমধ্যে খেলাধুলা নিয়ে পোস্ট করলেও খারাপ হবে না কেননা এটি বিটকয়েন ফোরামের একটি গুরুত্বপূর্ণ অংশ।