Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
DVlog
on 21/10/2023, 09:39:25 UTC
আপনারা কি নিজেরা ভেবে দেখেছেন যে কমিউনিটি অলরেডি দুই তিন ভাগে ভাগ হয়ে যাচ্ছে? কেউ যদি ভালো কাজ করেন বা খারাপ কাজ ই করেন না কেনো, সেটা নিয়ে ক্রিটিসিজম হবে। এসব মেনেই কমিউনিটিতে চলতে হবে। কেউ যদি রাগ করে কমিউনিটিতে পোষ্ট না করে, তাকে কি কেউ জোর করতে পারবে? আর এই কমিউনিটিও তো কারো একার না যে আপনারা একজনের কথায় কমিউনিটি তে পোষ্ট করবেন না।

যারা ক্রিটিসাইজ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ গঠনমূলক সমালোচনা করার জন্য এবং ভূলগুলো ধরিয়ে দেয়ার জন্য।

OP কে রিকোয়েস্ট করব আমাদের এই কমিউনিটি থ্রেডের নাম চেঞ্জ করে " অনুবাদের বাংলাদেশ" দেওয়ার জন্য।

নিউজ কপি পেষ্ট এর বাংলাদেশ দিলেও মন্দ হবে না। এগুলো নিয়ে গ্লোবালে অলরেডি আলোচনা হচ্ছে।

অনেকের মতে এইসবের জন্য আমাদের বোর্ডের সুনাম বাড়তেসে। আমার মনে হয় ফোরামে একটা অটো ট্রান্সলেশন এন্ড রিপোস্ট বাটন রাখা উচিত। ফোরামের সুনাম বৃদ্ধি আরো বেগবান হবে। যারা এসব করে দ্রুত রাঙ্ক আপ করেছে তাদের অনেকেই আর বোর্ডে দেখা যায়না ফুল মেম্বার হবার পর। আমি আমাদের বোর্ডে একটা ইনফোরমেটিভ পোস্ট যে করবো সেটা কতগুলো নিউজ শেয়ার পোস্ট এর নিচে পরে যাবে। কেউ একটা টপিক নিয়ে পোস্ট করলে সেই বিষয়ে আলোচনা করার চাইতে সবাই নিজেদের টপিক সামনে আনতে বেশি আগ্রহী।