~
তবে মনে রাখবেন বিটকয়েন কিনে রাখলে কোন ঝুঁকি নেই। আপনি অন্য কোন কয়েন না কিনে শুধুমাত্র বিটকয়েনে বিনিয়োগ করে কয়েক বছরের জন্য হোল্ড করুন।
আমি আপনার @HelliumZ সাথে একমত কিন্তু যদি @AirtelBuzz আপনি সীমিত সময়ের জন্য ইনভেস্ট করে থাকেন তাহলে কিন্তু আপনি আবারো লসে পড়বেন। তবে আপনার প্রতি অনুরোধ থাকবে, আপনি যেটাই করবেন চিন্তা ভাবনা করে সঠিক ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট করবেন। কারো পরামর্শে পরিচালিত হয়ে, কোন ভুল সিদ্ধান্ত নিবেন না। আপনি চাইলে সিনিয়র ভাইদের পরামর্শ নিতে পারেন। তবে @HelliumZ ভাইয়ের পরামর্শ অনুযায়ী, আপনি অন্য কোন কারেন্সিতে ইনভেস্ট না করে বিটকয়েনে ইনভেস্ট করতে পারেন।