Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Z_MBFM
on 27/10/2023, 06:41:38 UTC
ক্রিপ্টোকারেন্সিতে বিনাঞ্চ টপ এক্সচেঞ্জার গুলোর মধ্যে অন্যতম একটি এক্সচেঞ্জ। আমরা অনেকেই অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন  এক্সচেঞ্জে আমাদের ডলারগুলো রাখি। সেটা হতে পারে Binance, Kucoin Etc exchange.
আমরা জানি যে আমাদের ডলারগুলো যে এক্সচেঞ্জে রেখেছি সেখানে নিরাপদে থাকবে তবে আমরা কিন্তু এটাও শিওর না যে সেখানে কতটুকু নিরাপদে থাকবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ডলারগুলো রাখার জন্য বিনাঞ্চ এক্সচেঞ্জ ব্যবহার করি। অনেকে আবার ট্রাস্ট ওয়ালেট ও কুকয়েনএ রাখে।
এখন কথা হল আমরা যে আমাদের ডলারগুলো এক্সচেঞ্জগুলোতে রাখছি সেগুলো কি প্রুফ অফ রিজার্ভের আওতাভুক্ত
সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার মানেই  আমি মনে করি আপনার ফান্ডগুলো অন্য  কারো দ্বারা কন্ট্রোলকৃত।  সেন্ট্রালাইজ এক্সেঞ্জারে যখন ফান্ড রাখবেন  তখন সেটা  আর শুধু আপনার ফান্ড থাকেনা।  তাই বলবো যদি লং টার্মের জন্য  হোল্ডিং এর প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে  এই সব  সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে  ডলার বা অন্য কোন কারেন্সি  হোল্ড করা থেকে বিরত থাকুন।
এক্ষেত্রে ডিসেন্ট্রালাইজ  ওয়ালেট ব্যবহার করা সবচাইতে উত্তম,  কারণ এটার কন্ট্রোল শুধু একমাত্র  আপনার নিকটই থাকবে।  কারণ কথায় আছে নট ইওর কিস(চাবি)  নট ইওর ওয়ালেট(ফান্ড)।
হ্যা আমরা Binance, Kucoin এর মতো এক্সচেঞ্জারগুলারে চোখ বন্ধ করে বিশ্বাস করি। এগুলো অনেক বড় কোম্পানি এবং বিশ্বস্ত এটা সত্য কিন্তু  যদি কোন কারনে এই কোম্পানিগুলো ব্যাংকক্রাফ্ট হয় তাহলে সবাই বিপদে পড়বে কারণ এসব সেন্ট্রালাইসড  এক্সচেঞ্জে কোন কিছু হোল্ড করলে তা হবে অন্যের হাতে রেখে দেওয়া। আর এক্সচেঞ্জারগুলো আমাদের দেশের ব্যাংকের মতো। যতদিন ব্যাংক থাকবে ততদিন আপনার টাকা থাকবে আর ব্যাংক দেউলিয়া হলে আপনার টাকা শেষ। তবে ব্যাংকের ক্ষেত্রে তাদের একটা ইন্সুরেন্স থাকে বা বাংলাদেশ ব্যাংকের কাছে কিছু রিজার্ভ থাকে আর এই ক্ষেত্রে যদি কোন ব্যাংক দেউলিয়া হয় তাহলে বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের কিছু ক্ষতিপূরণ দেব। কিন্তু এসব এক্সচেঞ্জারগুলা নিয়ন্ত্রণের জন্য কোন কেন্দ্রীয় এক্সচেঞ্জার নেই  তাই এগুলোকে পুরোপুরি বিশ্বাস করা যাবে না। আর নিজের ডলারগুলো নিরাপদে রাখতে অবশ্যই এমন কোনো ওয়ালেট ব্যবহার করতে হবে যার সম্পূর্ণ কন্ট্রোল আপনার হাতে থাকবে যেমন ডিসেনট্রালাইসড ওয়ালেট, হার্ডওয়্যার ওয়ালেট এগুলা।

আচ্ছা, ইন্টারনেট ইস্যু তে বাংলাদেশ থ্রেড এর কেউ কি এফেক্টেড হন নাই নাকি? কাউকে তো পোষ্ট করতে দেখলাম না। যারা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যাবহার করেন, আপনাদের কারো কোনো সমস্রা হয় নাই নাকি? আজকে তো মহাখালি তে খাজা টাওয়ারের আগুনের ঘটনায় বেশিরভাগ ব্রডব্যান্ড সার্ভিস ডাটা সেন্টার পুড়ে গেছে। আগামী ১০ দিনেও ঠিক হবে কি না কেউ জানে না। আর মোবাইল ইনটারনেট এর সারভার ও পুড়ে গেছে বেশ কিছু। মোবাইল নেটওয়ার্ক ও সমস্যা করছে। দেশের বেশিরভাগ আই এস পির সার্ভার ডাউন। তো কার কার এলাকায় কি অবস্থা? আমার তো ইন্টারনেট নাই। মোবাইল ডাটা দিয়ে কষ্ট করে কাজ করছি।
এই ইন্টারনেট সমস্যার জন্য গতকালকে রাত্রে ফোরামে ঢুকতে পারিনাই। তবে আমার এখানে আমার ওয়াইফাই লাইন কিছুটা অদ্ভুত আচরণ করছে আমার ডিভাইসে দেখাইছে যে আমার ওয়াইফাইতে ইন্টারনেট নাই অথচ ফেসবুক, মেসেঞ্জার, টিকটক, ইমো এগুলো ঠিকই চলছে কিন্তু গুগলের কোনকিছুই চলেলাই কোন কিছু ব্রাউজিং করা যায় নাই youtube চলে নাই। রাত্রে এরকমই ছিল কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর দেখি সবকিছু আবার ঠিক হইছে এখন কোন সমস্যা হইতেছে না আমার এই জায়গায়