Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Z_MBFM
on 27/10/2023, 13:32:37 UTC
এইগুলা কি আবল তাবল পোস্ট করেন ভাই বুঝিনা আপনে এরকম পোস্ট দিয়া ২৬ টা মেরিট কেমনে পান আমার মাথায় ডুকে না। যারা মেরিট দেয় তারাও শিট পোস্টার আর আপনারে কি বলবো। কেমনে ইমেজ পোস্ট করতে হয় এইটা যারা আজকে একাউন্ট খুলবে তারাও ভালো করে জানে। আপনে দেখেন newbie একাউন্ট থিকাও ইমেজ পোস্ট করা হইতেছে প্রতিনিয়ত কিন্তু ইমেজগুলা ডিস্প্লে হয় না কারন ইমেজ ডিসপ্লে করতে সর্বনিম্ন জুনিয়র মেম্বার বা কপার মেম্বার হওয়া লাগে। আপনারা কি কোনোদিনও সুদরাবেন না?
আপনি আগে পোস্ট পড়েন ভাই। আমি বলিনি যে কিভাবে পোস্ট এর ইমেজ দিতে হয়। আমি বলেছি যে আমরা যে ইমেজ লিংক বের করি ওইখানে ডুয়েল বিটস এর স্পন্সর দেওয়া হচ্ছে। যার জন্য এই পোস্ট করা। 
Duelbits Talkimg স্পনসর করছে এটা সবাই জানে কারন যখন কেউ সেখানে একটা ইমেজ হোস্ট করতে যায় তখন এটা অনেক ভালোভাবেই  সবার চোখে পড়ে। আর Duelbits এর বাউন্টি না সিগনেচার ক্যাম্পেন চালায় Hhampuz এটা আপনে গুগল সার্চ করে পাইছেন, ক্যান আপনে এই ফোরামে আছেন কতদিন যাবত আপনে একজন জ্ঞানী মানুষ এতোগুলা মেরিট পাইছেন আপমার যোগ্যতায় আপনে দেখেন না যে Duelbits এর সিগনেচার এই ফোরামে চলতেছে অনেক আগে থেকেই আপনার এইটা গুগলে সার্চ করে খুজে পেতে হয় আর এইটা সম্পর্কে কি এখানকার কেউ জানে না এইটা কি এটা মাইক মাইরা বেড়ানোর তো কিছু নাই। আপনি যে পোস্ট করছেন আপনে কি মনে করেন এই পোস্টের কোনো লজিক আছে আর এইটা কোনো উপকারী পোস্ট? এটা সম্পূর্ণ শিটপোস্ট। আপনার উদ্দেশ্য একাউন্টের এক্টিভিটি বাড়ানো তারাতাড়ি এর জন্য প্রয়োজন পোস্ট তাই যা মন চায় পোস্ট করে যান, কারন বাংলা বোর্ডের শিটপোস্টারদের জন্য মেরিট কোনো ঘটনা না। এক্টিভিটিটা একটা নির্দিষ্ট সময় পর পর বাড়ে তো তাই সময় লাগে মেরিট তো আল্ট একাউন্ট থেকেই নেওয়া যায়। বাংলাতে তো মেরিট এর জন্য অল্টারনেটিভ একাউন্টের অভাব নাই মেরিট সোর্স হিসেবে ব্যবহার করার জন্য।