Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
HelliumZ
on 28/10/2023, 03:26:48 UTC
⭐ Merited by Bd officer (1)
নিজের সম্পদ নিরাপদ কি না তা জানার জন্য অবশ্যই এই প্রুভ অব রিজার্ভ সম্পর্কে একটি ভাল ধারনা নিতে হবে।
আপনি যদি আপনার সম্পদের নিরাপত্তার কথাই ভাবেন, তাহলে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জে ফান্ড রাখার চিন্তা করাটা কি উচিত? আমি আপনি যতই বলি অমুক এক্সচেঞ্জ প্রুফ অফ রিজার্ভ শেয়ার করেছে, আসলে ভেতরে ভেতরে অনেক ঘাপলা আছে। আমি কোন নির্দিষ্ট এক্সচেঞ্জ নিয়ে কিছু বলছি না। তবে সব টপ টায়ার এক্সচেঞ্জগুলোর মধ্যেই ঘাপলা আছে। সেটা যখন তাদেরকে প্রভাবিত করে কেবল তখনই আমরা সাধারণ মানুষ জানতে পারি। এইটাই ক্ষমতার মুল এডভান্টেজ আমার মতে। এফটিএক্স এর এইরকম কাজ কারবার সম্পর্কে কয়জন অবগত ছিল? কখন থেকে? আমরা কখন জেনেছি? আমরা জানতামও না যদি এফটিএক্স কিংবা স্যামের ক্ষমতা, মার্কেটে বাইন্যান্স কিংবা সিজি এর সমান হত।
হ্যাঁ ভাই যতই সিকিউরিটির কথা বলুক বা যতই প্রুফ অব রিজার্ভের কথা বলুক এটা সেন্ট্রালাইজড  এক্সচেঞ্জগুলো একটা নতুন কৌশল ছাড়া অন্য কিছু নয়।। আজ অবধি যতগুলো সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ কেলেঙ্কারি বা হ্যাক হয়েছে তাতে কখনো কি শুনেছেন বিনিয়োগকারীদের হ্যাক হওয়া সম্পত্তি ফেরত দিয়েছে। কুকয়েন ২৮০ মিলিয়ন ডলার হ্যাঁক খাওয়ার অভিজ্ঞতা ছিল কিন্তু কখনো কি শুনেছেন কু কয়েন কর্তৃপক্ষ কোন ডলার ফেরত দিয়েছে। বাইনান্স কোন এক সময় হ্যাক হয়েছিল কিন্তু বাইনান্স কখনো কোন বিনিয়োগকারীর ডলার ফেরত দেয়নি। আপনারা কমবেশি এফটিএক্স কেলেঙ্কারির কথা জেনে থাকবেন যারা জনসাধারণের সাড়ে চার বিলিয়ন ডলার মেরে দেয় কখনো কি শুনেছেন একজন বিনিয়োগকারী তার হারিয়ে যাওয়া ডলার ফেরত পেয়েছে?
আজ বাইন্যান্স যতই প্রুফ অফ রিজার্ভ এর কথা বলুক না কেন যখন এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সামনে আসবে তখন এই প্রুফ অফ রিজার্ভ কোন কাজে আসবে না। যেমনটি কাজে আসছে না এফ টি এক্স এর মালিকের সাড়ে চার বিলিয়ন ডলারের ।
তবে আমাদের প্রুফ অফ রিজার্ভের কথা বাদ দিয়ে যদি ডলার হোল্ড করতে হয় তাহলে আপনার বিশ্বস্ত ওয়ালেটগুলোতে হোল্ড করে রাখুন তাতে আপনি আপনার সম্পত্তির মালিক হিসেবে পরিচয় দিতে পারবেন। আপনার সম্পত্তির চাবি যদি অন্যের হাতে থাকে তাহলে সে সম্পত্তির মালিক আপনি মনে করলে একটা বোকা স্বর্গ ছাড়া অন্য কোথাও বসবাস করছেন না। অনেকেই এই ভাব সম্প্রসারণটি পড়ে থাকবেন।।।


গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে ধন , নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।