দুঃখের সাথে বলতে হয় আজকে বাংলাদেশের ম্যাচ দেখে সত্যিই আমি হতভাগা হয়ে গিয়েছি যেখানে নেদারল্যান্ডের মতো একটি দল বাংলাদেশকে এত রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে। আজকে বাংলাদেশের ক্রিকেট বোর্ড কোথায় আছে বাংলাদেশের খেলোয়াড়দের খেলা দেখলে বোঝা যায় তারা কতটা ভালো পারফরম্যান্স করতেছে এবং তাদের খেলার কতটা উন্নতি করতেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে শুধুমাত্র টাকা খেয়ে খেয়ে বসে থাকে আর শুধু যার যার ব্যক্তিগত চাহিদা পূরণ করার লক্ষ্যে অর্থ বিদেশে রাখে এখানে রাখে ওখানে রাখে, কিন্তু তাদের কোন খেলার উন্নতি নেই যেখানে তাদের খেলা দেখে বেশিরভাগ আমাদের মনের ভিতর সবচেয়ে বেশি হিট অনুভব করতে হয়। আজকে খেলাটি দেখে কতটাই যে খারাপ লেগেছে কাউকে বলে বোঝাতে পারবো না যদিও এই ব্যাপারটা এখানে শেয়ার করা ঠিক হবে না তবুও মনের আবেগ কিছুটা প্রকাশ করতে হয় এতে হার্ট ভালো থাকবে এবং মনটা হালকা হবে।
শা**ল নেদারল্যান্ড যেখানে আগে কখনো ক্রিকেট কি জানতোই না, ২০২৩ সালে এসে খুব কষ্ট করে আইসিসি বিশ্বকাপে চান্স পেয়েছে যেখানে সকলেই ভেবেছিল এই দলটি সবচেয়ে বেশি নরমাল। কিন্তু সব কিছুই এখন উল্টো মনে হচ্ছে বাংলাদেশে সেই প্রাচীন কাল থেকে ক্রিকেট খেলে আসতেছে এবং বড় বড় দলকে হারিয়ে দিয়েছে সেখানে আজকে নেদারল্যান্ডের মতো একটি দলকে হারাতে পারেনি এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে। যাইহোক যখনই বাংলাদেশের হয়ে খেলা দেখতে বসি ঠিক তখনই বুকের ভিতর শুধু হার্টবিটটা বেড়ে যায় আর কিছু না, না দেখলেও পারি না সেজন্যই খেলা দেখি। আর বাংলাদেশের ছেলেপেলেরা যে এরকম পারফরম্যান্স করবে কে জানতো আজকের ম্যাচটিতে ভেবেছিলাম হয়তো জয় পাবে। কিন্তু শুরু থেকে যে কয়টি দল সাপোর্ট করে আসতেছি সবগুলোই এরকম পারফরম্যান্সে রয়েছে, পাকিস্তান সাপোর্ট করি পাকিস্তানও একইভাবে হারে বাংলাদেশ সাপোর্ট করি বাংলাদেশের ঠিক সেভাবে হেরে যায়।
এখন থেকে বাংলাদেশের খেলা দেখা টোটালি বন্ধ করে দিতে হবে তা না হলে হয়তো কোন এক সময় তাদের খেলার এই ইফেক্ট আমাদের ভিতরে উঠে বসবে এবং আমাদের হার্ট অ্যাটাক হতে পারে যে কোন সময়।

বাংলাদেশের দলে সবচেয়ে জঘন্য মার্কা খেলতেছেন সাকিব আল হাসান। প্রতিটা ম্যাচে সে ব্যাট হাতে নিয়াই আউট হইছে বোলিংয়েও ভালো করেনাই। একজন অলরাউন্ডার প্লেয়ার যখন এমন খেলে তখন আর কি বলার থাকে এখানে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফালতু মার্কা হইয়া গেছে৷ আগে বাংলাদেশ ক্রিকেট খেলায় কত ভালো করতো সুনামও ছিলো অনেক। বাংলাদেশ সারা বিশ্বের লাছে ভালোভাবে প্রেজেন্ট হইছে ক্রিকেট খেলার জন্য সাকিব আল হাসান কে নিয়া শুধু বাংলাদেশে না অন্যান্য দেশেও অনেক সুনাম হইছে আর এবার এমন খেলা খেলতেছে সাকিব মনে হয় মাঠ থেকে ওরে লাত্থি মাইরা বাইর কইরা দেওয়া উচিৎ, হঠাৎ ২/১ টা ম্যাচে খারাপ খেলতেই পারে কিন্তু রেগুলার ম্যাচে সাকিবের একি রকম দুর্বলতা দেখা গেছে।
ভাই আপনি হয়তো আমার লেখা ভালোভাবে পড়েননি। আমি ঐখানে ডেডিকেটেড শব্দটা ব্যবহার করছি। হ্যা talkimg হয়তো ফোরামের অফিসিয়াল ইমেজ হোস্টিং সাইট না। বাট talkimg ফোরামের জন্যই আলাদাভাবে ডিজাইন করা হইছে। আমার নিজস্ব বলা ঠিক হইনি হয়তো, বাট কোনো এক দিক থেকে নিজস্ব বলা যায়। যেমন: BIP, Ninjastic, LoyceVclub, Talkimg এগুলো অফিসিয়াল সাইট না। বাট অফিসিয়াল সাইটের সাব-সাইটের সমতুল্য বলা যায় কোন এক সেন্স থেকে। আমি কোন মিনিং করে কথাটা বলছিলাম হয়তো বুঝছেন।
সাব সাইট এর সমতুল্য কেন হবে? এইখানে বিটকয়েনটকের মালিকপক্ষ কি জড়িত? না। তাহলে সাব সাইট বললে সেটা অবশ্যই ভুল। দীর্ঘদিন যখন এইরকম ভুল তথ্য চলতে থাকবে তখন মানুষ ভুলটাকেই সঠিক জানবে।
ফোরামের কোনো টুলস, ইমেজ হোস্টিং সাইটের সাথে এডমিন জড়িত না এগুলা এক এক জনের ব্যাক্তিগত সাইট তবে সাইটগুলোতে ফোরামের কিছু মেম্বার ডোনেশন দিছে কারন সাইটগুলা অনেক কাজের আর সাইটগুলা রক্ষণাবেক্ষণ করাটা উচিত। তাই বলে এগুলারে ফোরামের অফিসিয়াল কোনো কিছুর সাথে জরানো যাবে না।