ভাই কি আর করার যারা গরিব তাদের শুধু মরন চাপতেছে। দিন দিন জিনিস পত্রের যে দাম বাড়তেছে এতে যারা গরিব হয়তো তারা ৩ বেলা ঠিক মতো খাইতে পারতেছে না। পিয়াজের দাম এখন সেঞ্চুরি করেছেন, কয়েক দিনের ভিতরে দেখবেন ডাবল সেঞ্চুরি করবে। আমাদের বাংলাদেশ ডিজিটাল করে লাভ কি যদি গরিব মানুষ ৩ বেলা খাইতে না পারে।
[quote
বর্তমান আমাদের দেশের যে পরিস্থিতি তাতে সাধারণ মানুষের জীবন যেন দূরবিসহ হয়ে উঠেছে। প্রত্যেকটি দ্রব্যমূল্যের দাম দিন দিন বেড়েই যাচ্ছে একজন সাধারন ম নিম্নবিত্ত বলেন মধ্যবিত্ত বলেন তারা কেউই ভালো নেই বাজারে করতে গেলে দ্রব্যমূল্যের দাম শুনে কিছুক্ষণ চিন্তা করতে হয় । চিন্তা এই কারণেই করতে হয় এক কেজি বেগুন যদি কিনতে যায় আমাকে গুনতে হয় ৮০ টাকা ১ কেজি আলু যদি কিনতে যায় আমাকে দিতে হয় ৫৫ টাকা এরকম ভাবে প্রত্যেকটা জিনিসের দাম উর্দু গতি মাছ মাংসের কথা নাই বা বললাম মাছ মাংস মাসে একবার খাইলেও চলে না খাইলেও চলে ।কিন্তু সাধারণ মানুষের সবজি এক মুঠোর ডাল আলু দিয়ে ভাত খাবে সেটার উপায় নাই। একবার যদি কোন দ্রব্যমূল্যের দাম বাড়ে দেখা যায় ঐ দ্রব্যমূল্যের দাম সহজে আর কমে না ।হয়তোবা জিনিসপত্র দাম যদি পর্যাপ্ত আমদানি রপ্তানি হয় তাহলে হয়তো বা দাম কমতে পারে।