Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 31/10/2023, 23:16:50 UTC
5. আপনার ফোনে ধানের শীষ, তারেক জিয়া ও খালেদা জিয়া সহ বিএনপি রিলেটেড কোন পিকচার রাখবেন না
আমরা এক হতভাগা দেশে বাস করি আমার খুবই আফসোস হয় কেন এই বাংলাদেশে আমার জন্ম হলো। এখন ভাই শুধু ফোনে যে আপনি পিকচার বা ছবি রাখলেন না, এতে আপনি যে বিপদ মুক্ত হলেন এমন নয়। আমাদের সকলের উচিত যারা বিভিন্ন দল করেন তারা অবশ্যই গোপন রাখবেন, প্রকাশ করার প্রয়োজন নাই যাকে ভালো লাগবে ভালো মনে হয় যে একে দিয়ে দেশের জনগনের উপকার হবে ভোট দেওয়ার সময় তাকেই দিয়ে দিবেন। গতকাল আমাদের এলাকায় পুলিশ এসে জিজ্ঞেস করতেছে এলাকায় কোন বড় বিএনপি করে তার নাম বল ধরে নিয়া যাই। ভাই এই ধরনের ঘটনা ঘটবে তা আশা করি নাই। সকলেই এই নির্বাচনে কয়েক দিন সতর্ক থাকুন, সকলের পরিবারের কেউ কোন ধরনের ঝামেলা না ঝরায় সেই বিষয়ে খেয়াল রাখুন।

আমি লিখতে লিখতে দেখি আপনি এ বিষয়ে পোস্ট করে ফেলেছেন.  জ্বি এটা ডুয়েল স্পেস বলেই পরিচিত.  তবে আমি শুধু শাওমি ফোনে না অন্য ফোনেও বিষয়টা দেখেছি. Vivo, oppo  এমনকি samsung  এর ডিভাইস গুলোতেও আছে.  তবে সব ফোনে আছে কিনা জানা নাই.
ভাই আমিও OPPO ফোন ইউজ করি অনেক খুজলাম ফেলাম না। সেটিংসে গিয়ে সার্চ করলাম কই দেখতে পেলাম না।