Post
Topic
Board Other languages/locations
Re: এসএসডি
by
DYING_S0UL
on 06/11/2023, 14:29:10 UTC
তো কথা হলো আমি ভাবতেছি একটা External Portable SSD (250-500 GB) কিনবো। Ryans এ দেখলাম, তাদের কাছে বেশ কিছু ভালো ভালো মানের এসএসডি আছে। সাইজে খুবই ছোট, দেখতেও সুন্দর, পোর্টেবল, এই একটা পেনড্রাইভের মতো হবে। তার উপর কম্পিউটার আর ফোনে দুইটাই সাপোর্ট করে। মানে একপাশে USB পোর্ট আরেক পাশে Type-C পোর্ট। এসএসডি গুলোর read-write স্পিডও ভালো। আরামসে যেকোনে ভার্সনের উইন্ডোজ মেরে ব্যবহার করতে পারবেন। ফোনে বা ল্যাপটপে ক্রিপ্টো রিলেটেট কিছু না রেখে, একটা এক্সটারনাল ড্রাইভে সব রাখা আমার কাছে বেশি সুবিধাজনক মনে হয়। কোনো সমস্যা হলেও, খুব সহজে সব সরায় ফেলা যাবে।
ভাই এটটা বুঝি না, কখনো এই ধরনের কোন কিছুই কখনো ব্যবহার করি নাই। বর্তমানে ফোন উইজ করতেছি। কম্পিউটার বা ল্যাপটপ থাকলে অনেক সুবিধা পেতাম।
আপনি কি বোঝেননি আমি নিজেও বুঝলাম না  Tongue। নির্দিষ্ট করে বললে বুঝতাম কোন পার্টটা বোঝেননি।

কম্পিউটার বা ল্যাপটপ স্টোরেজ ডিভাইস হিসেবে, HDD বা SSD ব্যবহার করা হয়, সেখানে আপনি সব ফাইল টাইল, সর্ফটওয়ার ইনস্টল করেন। এগুলোর মধ্যে SSD বেশি ভালো, ফাস্ট, তবে দাম একটু বেশি। তো আমি একটা পোর্টেবল SSD কিনে তাতে Windows ইনস্টল করে ক্রিপ্টো রিলেটেড যা আছে সব ঐখানে রেখে দিতে চাচ্ছিলাম। আপনি আপনার SSD, USB কেবল দিয়ে পিসিতে কানেক্ট করে সহজেই Windows 10, 11 বুট করে চালাতে পারবেন। কাজ শেষে আবার ডিসকানেক্ট করে দিলেন। মেইন পিসিতে কিছু থাকলো না।এই আর কি। SSD এর সাইজ আহামরি বড় না। পেনড্রাইভের মতো।

যদি কোনো ভাবে কোনো বিপদ হয়, ক্রিপ্টো নিয়ে, তখন সহজেই সব তথ্য সরায় ফেলতে পারবেন। কারন আপনি তো আপনার মেইন পিসিতে ক্রিপ্টো রিলেটেট কিছু রাখেন নি। মানে সেফ গার্ড হিসেবে ব্যবহার করলেন আর কি। হয়তো বুঝছেন ব্যাপার টা।